দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সব ‘এক্সবক্স ওয়ান’ কনসোলের উৎপাদন বন্ধ করে দিয়েছে মাইক্রোসফট। এক্সবক্স সিরিজ এক্স উন্মোচনের পূর্বেই এক্সবক্স ওয়ান এক্স-এর উৎপাদন থামিয়ে দেয় প্রযুক্তি জায়ান্ট এই প্রতিষ্ঠানটি।
এক্সবক্স ওয়ান এস-এর উৎপাদন কোনো ঘোষণা ছাড়াই বন্ধ করা হয় ২০২০ সালের শেষ নাগাদ। অন্যদিকে নতুন সংস্করণ বাজারে ছাড়লেও পুরোনো সংস্করণের কদর একটুও কমেনি সনি প্লেস্টেশনের। নতুন সংস্করণ আসার এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এখনও ক্রেতাদের ভালোবাসা ধরে রেখেছে প্লেস্টেশন৪। যে কারণে প্লেস্টেশন৪ এর উৎপাদন বন্ধের সিদ্ধান্ত বদলাতে বাধ্য হয় এই জাপানি ইলেকট্রনিক জায়ান্ট। শুধু সিদ্ধান্ত বদলেছে তাই নয়, প্রায় ১০ লাখ প্লেস্টেশন৪ কনসোল তৈরির পরিকল্পনাও গ্রহণ করেছে ইলেকট্রনিক গেমিং কনসোল নির্মাতা।
উৎপাদন চালু রাখার বিষয়টি স্বীকার করে সনি জানিয়েছে যে, প্লেস্টেশন৪ এ পর্যন্ত সবচেয়ে বেশি বিক্রি হওয়া গেমিং কনসোলগুলোর মধ্যে হলো একটি। প্লেস্টেশন৪ গেমিং কনসোলের পরবর্তী সংস্করণ হিসেবে প্লেস্টেশন৫ বাজারে আসে ২০২০ সালের নভেম্বর মাসে। নতুন সংস্করণ বাজারে আসায় প্লেস্টেশন৪ -এর চাহিদাও কমে আসবে, এমনটিই ভেবেছিল নির্মাতা প্রতিষ্ঠান সনি ইন্টারেকটিভ এন্টারটেইনমেন্ট। সে জন্য ২০২১ সাল পর্যন্ত প্লেস্টেশন৪ তৈরির সিদ্ধান্ত নিয়েছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত পরিবর্তন করে আবারও ১০ লাখ প্লেস্টেশন৪ তৈরি করছে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।