দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাবা-মাকে খুনের দায়ে গ্রেফতার ও পরে রিমান্ডে নেওয়া ঐশীকে আদালতে হাজির করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত স্বীকারোক্তিমূলক জবাননন্দি চলছে। খবর টিভি চ্যানেল সূত্রের।
পুলিশ অফিসার মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান খুনের ঘটনায় ৫ দিনের রিমান্ড শেষে মেয়ে ঐশীসহ ৩ জনকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেয়া হয়েছে।
আজ শনিবার দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার সাদাতের আদালতে সে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত জবানবন্দি চলছিল।
উল্লেখ্য, ১৬ আগস্ট সন্ধ্যায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ইন্সপেক্টর মাহফুজ রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের মৃতদেহ রাজধানীর মিন্টো রোডের চামেলীবাগে নিজ বাসা থেকে উদ্ধার করে পুলিশ। ওই হত্যাকাণ্ডের পর তাদেরই একমাত্র কন্যা ঐশী রহস্যজনকভাবে নিখোঁজ ছিল। পরদিন ১৭ আগস্ট দুপুর ১২ টায় ঐশী পল্টন থানা পুলিশের কাছে আত্মসমর্পণ করে। তার দেওয়া বক্তব্য অনুযায়ী তার বন্ধু মিজানুর রহমান রনি ও কাজের মেয়ে সুমিকে পুলিশ আটক করে। পরে তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাইলে আদালত ৩ জনকেই ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে। গতকাল শুক্রবার তাদের রিমান্ড শেষ হয়েছে।