দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সন্তানকে লম্বা করার জন্য হরেক রকমের স্বাস্থ্যকর পানীয়ের বিজ্ঞাপন দেখা যায় টিভিতে। আমেরিকার মিনেসোটার ট্রাপ পরিবারের অবশ্য সে সবের কোনো প্রয়োজন নেই। কারণ তারা এমনিতেই পৃথিবীর উচ্চতম পরিবার!
দুই বোন, এক ভাই এবং ট্রাপ দম্পতির ৫ জনের পরিবারের গড় উচ্চতা ৬ ফুট ৮ ইঞ্চিরও বেশি! ক্রিসি ট্রাপ এবং স্কট ট্রাপ যথাক্রমে ৬ ফুট ৩ ইঞ্চি এবং ৬ ফুট ৮ ইঞ্চি লম্বা। তাদের ৩ সন্তানও যে লম্বা হবেন তা কিছুটা প্রত্যাশিতই ছিল। তবে সবার প্রত্যাশাকে আক্ষরিক অর্থেই ছাপিয়ে গিয়েছেন এই পরিবারের কনিষ্ঠতম সদস্য ২২ বছর বয়সি অ্যাডাম ট্রাপ। অ্যাডাম ট্রাপের উচ্চতা ৭ ফুট ৩ ইঞ্চি! অ্যাডামের বোন ২৪ বছর বয়সী মলির উচ্চতা ৬ ফুট ৬ ইঞ্চি। পরিবারের আরও এক সদস্য সাভান্নার উচ্চতা হলো ৬ ফুট ৮ ইঞ্চি।
তবে এই উচ্চতায় বিশ্বসেরা হলেও বিষয়টি আশীর্বাদ না অভিশাপ তা নিয়ে নিশ্চিত নন পরিবারের সদস্যরা। নিজেদের মাপের জামা-কাপড় পাওয়া যেমন তাদের পক্ষে সমস্যাজনক হয়ে দাঁড়ায়, ঠিক তেমনই বাড়িতে প্রবেশের সময় বা যানবাহনে উঠতে প্রচণ্ড সমস্যায় পড়েন বলেও জানিয়েছেন অ্যাডাম। সেইসঙ্গে এই উচ্চতার হাড়ের ওজন ধরে রাখতে গিয়ে পেশিতেও মারাত্মক চাপ পড়ে বলেও জানিয়েছেন অ্যাডাম।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।