দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ক্যামেরায় ছবি তুলে তা প্রিন্ট করার সেই রেওয়াজ এখন বিলিন হয়ে গেছে। ডিজিটাল যুগের কারণে এখন মেমোরিতে প্রিজাভ করা হয়। তবে এবার এমন একটি ক্যামেরা এসেছে যে ছবি তুলে প্রিন্টও করা যাবে।
ফটোগ্রাফার হয়েছেন অথচ জাপানের বিখ্যাত ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান ফুজিফিল্মের নাম শুনেননি, এমনটি হতেই পারে না। ফুজিফিল্মের ক্যামেরা বিশ্বে সর্বত্রই ব্যাপক জনপ্রিয়। একের পর এক অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন ক্যামেরা উন্মোচন করে প্রতিষ্ঠানটি ক্যামেরাপ্রেমীদের মধ্যে তাদের জনপ্রিয়তা বাড়িয়ে চলেছে। এই ধারাবাহিকতায় সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের নতুন ক্যামেরা উন্মোচন করলো। এই ক্যামেরা দিয়ে ছবি তোলার সঙ্গে সঙ্গে আবার ছবি প্রিন্টও করা যাবে।
ইনট্যাক্স সিরিজের এই ক্যামেরাটির মডেল হলো ‘ইনস্ট্যাক্স মিনি ইভো’। এতে রয়েছে প্রিন্ট লিভার, লেন্স ডায়াল ও ফিল্ম ডায়াল সুবিধাও। লেন্স ডায়াল ও ফিল্ম ডায়ালের মাধ্যমে ব্যবহারকারীরা উন্নতমানের ছবিও তুলতে পারবেন। প্রিন্ট লিভারের সাহায্যে ছবি তোলার পাশাপাশি সেই ছবি আবার প্রিন্টও করা যাবে।
নতুন এই ডিভাইসটিতে ১০০টিরও বেশি শুটিং মোড সুবিধাও রয়েছে, যে কারণে দুর্দান্ত ফটোগ্রাফি করা সম্ভব। নতুন এই ক্যামেরাটিতে ৩ ইঞ্চির এলসিডি মনিটরও দেওয়া হয়েছে। যার মাধ্যমে ছবি তোলার পাশাপাশি ব্যবহারকারীরা লাইভ প্রিন্ট করার অপশন পেয়ে যাবেন।
জানা গেছে, ফুজিফিল্মের নতুন মডেলের এই ক্যামেরাটি কিনতে খরচ করতে হবে মাত্র ২৮ হাজার টাকা।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।