দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রতিবারের মতো এবারও সপ্তাহব্যাপী বেসরকারি টিভি চ্যানেল এনটিভি ঈদ অনুষ্ঠানমালার আয়োজন করেছে। আজ জেনে নিন ১২ জুলাই, মঙ্গলবার ২০২২ অনুষ্ঠানসূচি।
সকাল ০৭:৩০ সকালের খবর
সকাল ০৮:০০ লোকগানের বিশেষ অনুষ্ঠান: মহাজনের গান।
সকাল ০৮:৩০ বিশেষ নৃত্যানুষ্ঠান: চৈতালী হাওয়া।
সকাল ০৯:০০ একক নাটক: উত্তরাধিকারী। রচনা: শামীম শিকদার। পরিচালনা: সোহেল হাসান। অভিনয়ে: মোশাররফ করিম, তারিন জাহান, মায়মুনা মম, আজহারুল হক আদিল প্রমূখ।
সকাল ১০:০০ শিরোনাম
সকাল ১০:০৫ বাংলা ছায়াছবি: চাচ্চু আমার চাচ্চু। পরিচালনা: এই আই মানিক। অভিনয়ে: শাকিব খান, অপু বিশ্বাস, সুচরিতা, মিজু আহমেদ, সুব্রত, রেহানা জলি, দিঘী, রাজ্জাক।
দুপুর ১২:০০ মধ্যাহ্নের খবর
দুপুর ০২:০০ দুপুরের খবর
দুপুর ০২:২৫ টেলিফিল্ম: থ্রি মাস্কেটিয়ার্স। রচনা: মেজবাহ উদ্দিন সুমন। পরিচালনা: হাসান রেজাউল। অভিনয়ে: তামিম মৃধা, এ্যালেন শুভ্র, চমক, শহীদ উন নবী, অবিদ রেহান, স্বর্ণালী সিনহা, উজ্জল সিনহা প্রমূখ।
বিকেল ০৫:০০ দেশের খবর
বিকেল ০৫:১৫ লোকগানের বিশেষ অনুষ্ঠান: মহাজনের গান। পর্ব ০৩। উপস্থাপনা: শান্তা জাহান। প্রযোজনা: জাহাঙ্গীর চৌধুরী, মোহাম্মদ নূরুজ্জামান ও কাজী মোহাম্মদ মোস্তফা। শিল্পী: শফি মন্ডল, লায়লা, বিউটি, বিন্দুকণা, আশিক, সাগর বাউল, আয়শা জেবিন দীপা, কামরুজ্জামান রাব্বী, অঙ্কন ইয়াসমীন, সুমী মির্জা, জেসি, সেতু, নিশি, লাবনী, আনিকা।
সন্ধ্যা ০৬:০০ ইভনিং নিউজ
সন্ধ্যা ০৬:১০ বিশেষ নৃত্যানুষ্ঠান: মন মহুয়ার তালে। প্রযোজনা: মোহাম্মদ নূরুজ্জামান। অংশগ্রহণে: আদিবাসী নৃত্য শিল্পীবৃন্দ।
সন্ধ্যা ০৬:৪৫ ধারাবাহিক নাটক: ব্যালান্স। পর্ব ০৩। রচনা ও পরিচালনা: আদিবাসী মিজান। অভিনয়ে: সাব্বির অর্ণব, মুনমুন আহমেদ, ফজলুর রহমান বাবু, গুলশান আরা আহমেদ, মুকিত জাকারিয়া, নূর এ কাঞ্চন, রিফাত চৌধুরী, মিষ্টি মারিয়া, সিয়াম নাসির, শেহজাদ ওমর, তোফা, আফরোজা, নিশাত তাসনিম তমা প্রমূখ।
সন্ধ্যা ০৭:৩০ সন্ধ্যার খবর
রাত ০৭:৫৫ একক নাটক: মানুষ টোকাই। রচনা ও পরিচালনা: মাবরুর রশীদ বান্নাহ। অভিনয়ে: ফারহান আহমেদ জোভান, সামিরা খান মাহি, শাহীন মৃধা, গোলাম রাব্বানী মিন্টু, শাখাওয়াত হোসেন মামুন, শশী আফরোজা, রাশেদ আরমান, নিপুন আহমেদ প্রমূখ।
রাত ০৯:০০ বাংলায় ডাবিংকৃত ড্রামা সিরিজ: কুরুলুস ওসমান গাজী।
রাত ০৯:৩০ একক নাটক: অস্থির দম্পতি। রচনা: পাপ্পু রাজ। পরিচালনা: মুসাফির রনি। অভিনয়ে: নিলয় আলমগীর, জে এস হিমি, মাসুম বাশার, শেখা স্বপ্না প্রমূখ।
রাত ১০:৩০ রাতের খবর
রাত ১১:০৫ একক নাটক: আমানত। রচনা ও পরিচালনা: আদিবাসী মিজান। অভিনয়ে: মুশফিক আর ফারহান, তাসনিয়া ফারিন, তারিক আনাম, ফজলুর রহমান বাবু প্রমূখ।
রাত ১২:২৫ লোকগানের বিশেষ অনুষ্ঠান: মহাজনের গান। উপস্থাপনা: শান্তা জাহান। প্রযোজনা: জাহাঙ্গীর চৌধুরী, মোহাম্মদ নূরুজ্জামান ও কাজী মোহাম্মদ মোস্তফা।
রাত ০১:০০ মধ্যরাতের খবর
তথ্য: সংবাদ বিজ্ঞপ্তির।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।