The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

দুর্দান্ত এস#৭৫ কালার এবং মাইক্রোলেন্সের এফ২১এস প্রো উন্মোচন করলো অপো

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দুর্দান্ত এস#৭৫ কালার এবং মাইক্রোলেন্সের এফ২১এস প্রো উন্মোচন করলো অপো। নিজেদের প্রথম মঞ্চ উপস্থাপনায় সবার সামনে ডিভাইসটি উন্মোচন করেছে টিম ব্যাচেলর পয়েন্ট।

দুর্দান্ত এস#৭৫ কালার এবং মাইক্রোলেন্সের এফ২১এস প্রো উন্মোচন করলো অপো 1

ব্যাচেলর পয়েন্টের প্রথম মঞ্চ উপস্থাপনার মাধ্যমে নিজেদের নতুন এবং ট্রেন্ডি সংস্করণ অপো এফ২১এস প্রো উন্মোচন করলো অপো। মঞ্চ উপস্থাপনার সময় এস#৭৫ এর নান্দনিক নানা রঙের সংমিশ্রণ এবং স্টাইল প্যাক ব্যাচেলর পয়েন্টের অভিনেতাদের ফ্যাশনে নতুন মাত্রা যোগ করে।

ব্যাচেলর পয়েন্ট টিম প্রি-অর্ডার করা অপো এফ২১এস প্রো’র ফান ফিচার এবং ফ্যাশন স্টাইল প্যাক সবার সামনে তুলে ধরে। ডিভাইসটি এর ব্যবহারকারীদের লাইফস্টাইলকে আরও সমৃদ্ধ করবে। আগ্রহী ক্রেতারা বর্তমানে প্রি-অর্ডারের মাধ্যমে নিজেদের ডিভাইসটি সংগ্রহ করতে পারবেন। ২৯,৯০০ টাকা বাজারমূল্যের ডিভাইসটির প্রি-অর্ডার গত ৫ অক্টোবর শুরু হয়েছে। এটি চলবে ৯ অক্টোবর পর্যন্ত।

রঙের বৈচত্র্যময়তা স্মার্টফোন ব্যবহারকারীদের লাইফস্টাইলের মানোন্নয়নে কীভাবে ভূমিকা রাখতে পারে, সে সম্পর্কে সবাইকে ধারণা দিতে চমৎকার এই উন্মোচন অনুষ্ঠানে ছিলো নানা রঙের সমারোহ। ব্যাচেলর পয়েন্ট অভিনেতাদের হাতে অপো এফ২১এস প্রো এক অনন্য আভিজাত্য প্রকাশ করেছে। সেইসঙ্গে তাদের স্টাইলেও যোগ করেছে নতুন মাত্রা। নতুন এবং নজরকাড়া এস#৭৫ রঙটি পছন্দ করেছেন বিশ্বের জনপ্রিয় ক্রিকেট অল-রাউন্ডার সাকিব আল হাসান। অপো এফ২১এস প্রো’র সঙ্গে নান্দনিক স্টাইল প্যাক স্মার্টফোন ব্যবহারকারীদের লুককে করবে আরও আকর্ষণীয়, তরুণদের স্টাইলেও আনবে এক বৈচিত্র্য।

নতুন অপো এফ২১এস প্রো’তে রয়েছে আকর্ষণীয় সব ফিচার; যেমন: অপো গ্লো প্রযুক্তির নান্দনিক নানা রঙের সংমিশ্রণ এস#৭৫, অ্যান্টি-গ্লেয়ার গ্লাস, মাইক্রোলেন্স এবং অপো’র আরজিবিডব্লিউ প্রযুক্তির ৬৪ মেগা পিক্সেলের ক্যামেরা সেট আপ ও দ্রুত চার্জিং সুবিধা।

এস#৭৫ কালার হলো কালার এবং গ্রেডিয়েন্টের চমৎকার সংমিশ্রণ– গোলাপি, সবুজ এবং সোনালী বর্ণচ্ছটার অনন্য সমারোহ। এই কালার ডিভাইসটিকে করেছে আরও আকর্ষণীয়, নিয়ে এসেছে আকর্ষণীয় আভা ও ব্যবহারকারীর স্টাইলেও আনবে নতুনত্ব; সেই সঙ্গে, নিজেদের নতুন করে খুঁজে পেতে সহায়তা করবে ব্যবহারকারীদের।

অল-রাউন্ডার সাকিব আল হাসানের পছন্দ করা এই অপো এস২১এস প্রো’তে রয়েছে অ্যান্টি-গ্লেয়ার গ্লাস, গ্ল্যামারের জন্য অপো গ্লো ডিজাইন, লাখ লাখ ন্যানোস্কেল ডায়মন্ড (যা ডিভাইসটির পেছনে তারার মতো ঔজ্জ্বল্য তৈরি করে), সেই সঙ্গে অ্যান্টি করোশন গ্লাস, যা স্টাইল নিশ্চিত করার পাশাপাশি স্ক্র্যাচ পড়া হতে ডিভাইসকে সুরক্ষিত রাখবে। অপো গ্লো প্রসেসিং ব্যবহারকারীদের নানা সুবিধা দিবে; যার মধ্যে রয়েছে ইউনিক সিএমএফ (রং, ম্যাটেরিয়াল ও ফিনিশ), যে কারণে ডিভাইসটি দেখতে গ্লসি হলেও, এটি ধরার ক্ষেত্রে পাওয়া যাবে ম্যাট সারফেসের অনুভূতিও।

ব্যবহারকারীদের অনন্য অভিজ্ঞতা প্রদানে ডিভাইসটিতে আরও রয়েছে নান্দনিক সৌন্দর্য এবং টাচ-অ্যান্ড-ফিলের চমৎকার সমন্বয়। তাছাড়াও, ফোনটি স্ক্র্যাচ-বিরোধী, যে কারণে ব্যবহারকারীরা ফোনে দাগ পড়ার দুশ্চিন্তা ছাড়াই স্বাচ্ছন্দ্যে এই ফোনটি ব্যবহার করতে পারবেন।

এই স্মার্টফোনটিতে আরও রয়েছে মাইক্রোলেন্সসহ ৬৪ মেগাপিক্সেলের এআই ট্রিপল ক্যামেরা সেট আপ, যা দিবে ৩০ গুণ ম্যাগনিফিকেশন সুবিধা; যে কারণে, ব্যবহারকারীরা দূরত্ব নির্বিশেষে ছবির ডিটেইল সঠিকভাবে ক্যাপচার করতে পারবেন। ফোনটির রিয়ার ক্যামেরার চারদিকে ব্রিদিং অরবিট লাইট ডিজাইনের বর্ডার কল কিংবা মেসেজ আসলে জ্বলজ্বল করবে। ফোনটির সামনের ক্যামেরায় রয়েছে অপো এফ২১ প্রো’র শক্তিশালী সনি আইএমএক্স৭০৯ ফ্ল্যাগশিপ সেন্সর; যে কারণে ডিভাইসের সামনে ৩২ মেগা পিক্সেলের ক্যামেরা দিয়ে আল্ট্রা-সেন্সিং সেলফি তোলা যাবে।

সেইসঙ্গে, স্মার্ট ডিভাইসটির ক্যামেরায় রয়েছে স্পেশালিস্ট ডেপথ ক্যামেরা, যা নিশ্চিত করবে ছবি তোলার অনন্য অভিজ্ঞতাও। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে অপোর নিজস্ব আরজিবিডব্লিউ প্রযুক্তি, যা দিবে ৬০ শতাংশ বেশি আলো, ছবিতে স্বাভাবিক কালার ও ব্যবহারকারীরা তুলতে পারবেন আকর্ষণীয় সেলফি।

যারা অনেকক্ষণ ধরে স্মার্টফোনে বিভিন্ন কাজ করেন, তাদের জন্য এই ডিভাইসটিতে রয়েছে শক্তিশালী ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। তাই ফোনটি ব্যবহারকারীদের ব্যাটারি শেষ হওয়ার দুশ্চিন্তা করতে হবে না। ফোনটি দ্রুত চার্জ দেওয়ার জন্য এতে রয়েছে ৩৩ ওয়াট সুপারভুক চার্জিং সুবিধা। যে কারণে ব্যবহারকারীরা মাত্র ৫ মিনিটের চার্জে ২.৬৮ ঘণ্টা কথা বলতে পারবেন।

অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর ডেমন ইয়াং বলেছেন, “বাংলাদেশের স্মার্টফোন ব্যবহারকারীরা অত্যন্ত ফ্যাশন সচেতন। তাই স্বাভাবিকভাবেই অপো এমন কিছু নিয়ে আসতে চাইছিলো, যা শুধুমাত্র ব্যবহারকারীদের অভিজ্ঞতাকেই সমৃদ্ধ করবে তা নয়, সেইসঙ্গে তাদের স্টাইল প্রকাশেও ভূমিকা রাখবে। নতুন এস#৭৫ কালার ব্যবহারকারীদের নতুন কিছু করতেও উৎসাহিত করবে। সামনের দিনগুলোতেও এবং ফ্যানদের জন্য অপো অর্থবহ ও উদ্ভাবনী পণ্য এবং সেবা নিয়ে আসবে যেনো তারা সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত বোধ করেন।”

এই স্মার্টফোনটি প্রি-অর্ডার করা গ্রাহকদের জন্য থাকছে লাকি ড্র -এর মাধ্যমে লিমিটেড-এডিশনের স্টাইল প্যাক জিতে নেওয়ার সুযোগ, যেখানে থাকবে আকর্ষণীয় গুডিজ, যা তারা কাস্টোমাইজ করতে পারবেন ও নিজেদের ব্যক্তিত্বের সঙ্গে মিলিয়ে স্মার্টফোনের মাধ্যমে নিজস্ব স্টাইলকে তুলে ধরতে পারবেন।

ব্যবহারকারীরা তাদের ডিভাইসকে যেমন লুক দিতে চান- সেক্ষেত্রে তাদের স্বাচ্ছন্দ্য দিতে এতে থাকবে ফোনের বিভিন্ন অ্যাকসেসরিজ। তাছাড়াও, ক্রেতারা প্রি-অর্ডার করে ৩ মাসের স্ক্রিন রিপ্লেসমেন্ট ওয়্যারেন্টি, সোয়াপে এক্সচেঞ্জে ১৫ শতাংশ অতিরিক্ত টাকা ও ফ্রি ইন্টারনেট ডেটা বান্ডলসহ নানা ডিল উপভোগ করতে পারবেন।

তাছাড়াও ফ্যানদের জন্য থাকছে বিভিন্ন সারপ্রাইজ। এই বিষয়ে বিস্তারিত জানতে অপেক্ষা করুন। খবর সংবাদ বিজ্ঞপ্তির।

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali