দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আফগানিস্তানের সাবেক নারী আইনপ্রণেতা মুরসাল নবীজাদাকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। এই সময় গুলিতে তার এক দেহরক্ষী নিহত হয়। দেশটির রাজধানী কাবুলে তার বাড়িতেই এই ঘটনাটি ঘটেছে।
আজ সোমবার (১৬ জানুয়ারি) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য দিয়েছে।
ওই তথ্যে বলা হয়েছে, আফগানিস্তানের রাজধানী কাবুলে সাবেক আফগান নারী সংসদ সদস্য ও তার এক দেহরক্ষীকে তার বাড়িতে হত্যা করা হয়েছে। নিহত মুরসাল নবীজাদা মার্কিন যুক্তরাষ্ট্র-সমর্থিত সরকারের পার্লামেন্টের সদস্য ছিলেন। ২০২১ সালে তালেবানের হাতে ওই সরকার ক্ষমতাচ্যুত হয়। তিনি আফগানিস্তানের কয়েকজন নারী সংসদ সদস্যদের মধ্যে একজন যারা তালেবানের ক্ষমতা দখলের পরও কাবুলেই থেকে গিয়েছিলেন।
কাবুল পুলিশের একজন মুখপাত্র খালিদ জাদরান বলেন, নবীজাদা এবং তার এক দেহরক্ষীকে তার বাড়িতে গুলি করে হত্যা করা হয়। নিরাপত্তা বাহিনী এই ঘটনাটির তদন্ত শুরু করেছে।
স্থানীয় পুলিশ প্রধান মৌলভি হামিদুল্লাহ খালিদ জানিয়েছেন যে, রবিবার বিকেল ৩টার দিকে সাবেক ওই আফগান আইনপ্রণেতাকে গুলি চালিয়ে হত্যার ঘটনাটি ঘটে। নবীজাদার ভাই এবং দ্বিতীয় নিরাপত্তারক্ষী আহত হয়েছেন ও তৃতীয় নিরাপত্তারক্ষী টাকা এবং গয়না নিয়ে পালিয়ে গেছে।
আফগানিস্তানের পশ্চিমা-সমর্থিত সাবেক সরকারের শীর্ষ কর্মকর্তা আবদুল্লাহ বলেন, নবীজাদার মৃত্যুতে তিনি শোকাহত ও তার আশা, অপরাধীদের শাস্তি হবে। তিনি নিহত নবীজাদাকে জনগণের প্রতিনিধি ও সেবক হিসাবেও উল্লেখ করেন।
উল্লেখ্য, ২০১৯ সালে কাবুলের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হন নবীজাদা। তিনি সংসদীয় প্রতিরক্ষা কমিশনের সদস্যও ছিলেন ও বেসরকারী গোষ্ঠী মানব সম্পদ উন্নয়ন এবং গবেষণা ইনস্টিটিউটে কাজ করেছেন।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।