দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’ ছবির শাহরুখ খান ও কাজলের জনপ্রিয় ট্রেনের সেই দৃশ্যটি সবার চেনা। এবার সেই দৃশ্যটি বাংলাদেশে পুনঃনির্মাণ করা হলো। তবে সেখানে আছেন সারিকা ও ক্রিটার আশরাফুল!
‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’ ছবির শাহরুখ খান ও কাজলের জনপ্রিয় ট্রেনের সেই দৃশ্যটিকে একটু উল্টো করে এই সময় এসে দারুনভাবে একটি বিজ্ঞাপনে ধারন করা হলো। যেখানে মডেল হলেন জনপ্রিয় ক্রিকেটার আশরাফুল এবং মডেল ও অভিনেত্রী সারিকা।
জনপ্রিয় এই ক্রিকেটারকে বিজ্ঞাপনে শাহরুখ খান রূপে হাজির হওয়া একেবারেই ভিন্ন রূপে দেখা যাবে। ইতিপূর্বে কখনই এমনিভাবে দর্শক বা তার ভক্তরাও দেখেননি। শাহরুখ খানের জনপ্রিয় সেই দৃশ্যে অভিনয় করে আশরাফুল নিজেও বেশ উচ্ছ্বসিত হয়েছেন।
‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’ ছবির শাহরুখ খান ও কাজলের সেই দৃশ্য
তিনি আরও বলেন, ‘বিজ্ঞাপনটির কনসেপ্ট আমার খুবই ভালো লেগেছে। আমি অভিনয় করতে গিয়ে নিজেও বেশ রোমাঞ্চিত হয়েছি। কাজটি প্রচারে যাওয়ার পর বেশ ভালোই রেসপন্স পাচ্ছি। এমন একটি ভিন্নরূপে নিজেকে দেখার পর সত্যিই ভালো লাগছে।’
বিজ্ঞাপনটিতে মজার একটি দৃশ্যে হাজির হয়েছেন ফুড ব্লগার রাফসান দ্যা ছোট ভাই। তিনি শাহরুখ রূপী আশরাফুলকে বাধা সৃষ্টি করেন নায়িকার কাছে পৗঁছাতে। ‘ফাইন’ ড্রিংকিং ওয়াটারের বিজ্ঞাপনটি ইতিমধ্যেই ইউটিউব এবং ফেসবুকে দর্শকরা দেখে বেশ মজাও পাচ্ছেন। বিজ্ঞাপনটি সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনায় পরিণত হয়েছে।
বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন মুনতাসির আকিব। গল্প ও চিত্রনাট্যে ছিলেন তৌকির রহমান ও রেহানুর রহমান।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।