দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আবুধাবি-মুম্বাই বিমানের এক নারীযাত্রীর বিরুদ্ধে অর্ধনগ্ন হয়ে ঝামেলা পাকানোর অভিযোগ উঠেছে। তিনি বিমানকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার, থুতু দেন ও ঘুষি পারেন!
অভিযোগে বলা হয়, ইকোনমি ক্লাসের টিকিট থাকা সত্ত্বেও তিনি বিজনেস ক্লাসে বসার জন্য জোরাজুরি করেন। বিমানকর্মীরা তখন বাধা দিলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন, থুতু দেন, ঘুষি মারেন এমনকি, পোশাক খুলে সবার সামনে অর্ধনগ্ন হয়ে হাঁটতে শুরু করেন!
গত সোমবার এই ঘটনাটি ঘটে। ইতালির নাগরিক ওই নারীকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। ওই নারীর বয়স ৪৫।
পুলিশ জানিয়েছে যে, সোমবার ভোরের দিকে মুম্বাইয়ের মহারাজা ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ভিস্তারার ইউকে ২৫৬ (আবুধাবি-মুম্বাই রুট) বিমানটি। প্রাথমিকভাবে ওই নারীকে আটকে রাখেন ভিস্তারার নিরাপত্তাকর্মীরা। এরপর বিমানের কর্মীদের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে সাহার থানা পুলিশ।
বিমানে আসলে ঠিক কী ঘটনা ঘটেছিল?
বিষয়টি সম্পর্কে সাহার থানার এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন যে, রবিবার দিনগত রাত ২টা ০৩ মিনিটে আবুধাবি থেকে ভিস্তারার বিমানটি উড্ডয়ন করে। রাত আড়াইটায় আচমকা ইকোনমি ক্লাসের আসন ছেড়ে উঠে পড়েন ওই নারী যাত্রী। দৌড়ে বিজনেস ক্লাসে চলে যান ও সেখানে বসে পড়েন।
বিষয়টি দেখে দু’জন বিমানকর্মী জানতে চান যে তার কোনো রকম সাহায্য লাগবে কি না। তবে তিনি কোনো জবাব দেননি। এই সময় তাকে নিজের আসনে ফিরে যেতে বলেন বিমানকর্মীরা। তারপরই ওই নারী শুরু করেন ঝামেলা। তিনি চিৎকার করতে থাকেন। গালিগালাজ শুরু করে দেন। এক বিমানকর্মীকে ঘুষি মারেন। অন্য একজনের মুখে থুতু ছিটিয়ে দেন। এরপর সেখানে আরও কয়েকজন বিমানকর্মী আসার পর ওই নারী পোশাক খুলতে শুরু করেন।
সেখানেই ওই নারীর তাণ্ডব শেষ হয়নি বলেও জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা। তিনি জানিয়েছেন যে, পোশাক খুলে অর্ধনগ্ন হয়ে মাঝ-আকাশের বিমানের মধ্যে হাঁটতে শুরু করেন ওই নারী যাত্রী। হতবাক হয়ে যান বিমানকর্মী ও সহযাত্রীরা।
বেশ কিছু সময় ধরে ওই কাণ্ড চলতে থাকে। অনেক চেষ্টার পর ওই নারীকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হন কর্মরত বিমানকর্মীরা। এরপর সোমবার ভোর ৪টা ৫৩ মিনিটে মুম্বাইয়ে বিমানটি অবতরণ করলে ওই নারীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সোমবার দুপুরে তার বিরুদ্ধে মামলা রুজু করে মুম্বাই পুলিশ।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।