দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চীনের একটি কোম্পানি অদ্ভুত পদ্ধতিতে কর্মচারীদের বোনাস দেওয়ায় খবরের শিরোনামে উঠে এসেছে। অফিসের বাৎসরিক পার্টিতে টেবিলে জমা করা হয়েছে নোটের স্তূপ। অঙ্কটা শুনলে আপনিও চমকে যাবেন!
চীনা সংবাদমাধ্য়মের খবর অনুযায়ী জানা যায়, ওই টাকার মূল্য হলো ৯০কোটি টাকা (৯ মিলিয়ন ডলার)। তারপর সেই টাকা বিলি করা হয় কোম্পানির ৪০ কর্মীর মধ্য়ে। ওই ভিডিও ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ঝড় উঠেছে চীনের সোশ্যাল মিডিয়ায়তে।
টেবিলে টাকা জমা করে সেই টাকা বোনাস হিসেবে কর্মচারীদের মধ্যে বিতরণ করে এক সমালোচনার মুখে পড়েছে চীনের ওই কোম্পানি। ওই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। টাকার স্তূপের উচ্চতা ২ মিটার ছাড়িয়ে গেছে।
চায়না মর্নিং পোস্টের খবর অনুযায়ী জানা যায়, ওই কাণ্ডটি করেছে একটি ক্রেন নির্মাতা কোম্পানি। চীনের হেনান প্রদেশের ওই কোম্পানিটি কর্মচারীদের বোনাস দিতে গিয়ে ওই কাণ্ড করেছে গত ১৭ জানুয়ারি কোম্পানির বার্ষিক পার্টিতে।
ওই নিউজ পোর্টালের খবরে আরও বলা হয়, কোম্পানির সবচেয়ে ভালো করা ৩ জন সেলস ম্যানেজারের প্রত্যেককে দেওয়া হয়েছে ভারতীয় মুদ্রায় প্রায় ২ কোটি রুপি করে। ওই ৩ ম্যানেজার ছাড়াও বিপুল বোনাস দেওয়া হয়েছে আরও অন্তত ৩০ জন কর্মীকে। এদের প্রত্যেককে দেওয়া হয় ১ কোটি ২০ লাখ টাকারও বেশি টাকা!
কোম্পানির তরফে সংবাদমাধ্যমকে বলা হয়, গত ১৭ জানুয়ারি ছিলো কোম্পানির সেলসের মিটিং। কোম্পানির ৪০ সেলস ম্যানেজারকে ওই দিন বোনাস দেওয়া হয়েছে। সব মিলিয়ে ওই টাকার পরিমাণ ৯০ কোটি টাকার মতো। বাৎসরিক ওই পার্টিতে একটি টাকা গোনার প্রতিযোগিতাও রাখা হয়। ওই প্রতিযোগিতায় পুরস্কার দেওয়া হয় মোট ১৪ কোটি রুপি। ভাইরাল হওয়া ভিডিওতে ওই টাকা নিয়ে স্টেজ থেকে নামতে দেখা যায় কর্মীদেরকে।
হেনান মাইনসের ওই কাণ্ড দেখে সোশ্য়াল মিডিয়ায় সরব হন মানুষজন। কেও কেও লিখেছেন, এরকম দৃশ্য আমরা স্বপ্নেও ভাবতে পারিনি। অপর একজন লিখেছেন, টাকা গুনে দেখার পূর্বেই ওই টাকা আগে গিয়ে ব্যাংকেই জমা করা উচিত কর্মীদের। সেখানেই টাকা গোনা হয়ে যাবে।
উল্লেখ্য, ২০০২ সালে তৈরি হয় হেনান মাইনস কোম্পানি। বর্তমানে ওই কোম্পানির কর্মীর সংখ্যা হলো ৫১০০ জন। ২০২২ সালে কোম্পানিটি মুনাফা করেছে ১.১ বিলিয়ন ডলার। আগের বছরের থেকেও ওই আয় ২৩ শতাংশ বেশি। এর পাশাপাশি কোভিড পরবর্তী পর্যায়ে কোনও কর্মীকে ছাঁটাইও করা হয়নি। গত বছর থেকে কোম্পানিটির কর্মীদের বেতন বেড়েছে কমপক্ষে ৩০ শতাংশ। মূলত ওভার হেড ক্রেন তৈরি করে থাকে হেনান মাইনস। তাছাড়াও ওই কোম্পানিতে তৈরি হয় গ্রাব ক্রেম, কাস্টিং ক্রেন ও এক্সপ্লোসিভ রুফ ক্রেন।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।