দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঢাকাই সিনেমার বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। সম্প্রতি তার ওয়েব ফিল্ম ‘উনিশ২০’ মুক্তি পেয়েছে। তবে দর্শকরা ছবিটি না দেখলে গ্রামে গিয়ে হালচাষ করার কথা বললেন আরিফিন শুভ।
এই ওয়েব ফিল্মে শুভর বিপরীতে অভিনয় করেছেন আফসান আরা বিন্দু। মিজানুর রহমান আরিয়ান পরিচালিত এই সিনেমাটি দিয়ে দীর্ঘদিনের বিরতি ভেঙে পর্দায় ফিরেছেন বিন্দু। দেশের একটি ওটিটি প্লাটফর্ম থেকে মুক্তির দুদিন পেরিয়ে গেলেও প্রত্যাশা অনুযায়ী তেমন সাড়া পাওয়া যায়নি। তবে সিনেমাটি নিয়ে প্রচারণায় সরব রয়েছেন এর শিল্পী ও কুশলীরা।
সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি প্রচারণায় অংশ নেন আরিফিন শুভ। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে শেয়ার করেন তিনি এই সিনেমায় কাজের নানা অভিজ্ঞতার কথা।
এই সময় তিনি বলেন, ‘বর্তমানে দেশি কন্টেন্টের স্বর্ণযুগ চলছে। অনেক ভালো ভালো সিনেমা, নাটক, ওয়েব সিরিজ মুক্তি পাচ্ছে। ভালো ভালো কাজও হচ্ছে। দর্শকদের এবার এগিয়ে আসতে হবে। আপনারা সিনেমা হলে আসুন, বাংলা সিনেমা দেখুন। অনলাইন প্লাটফর্মগুলোতেও বর্তমানে সিনেমা রিলিজ হচ্ছে। আপনারা ঘরে বসেও বর্তমানে সিনেমা-ওয়েব সিরিজ দেখতে পারবেন।’
তিনি দর্শকের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা বাংলা সিনেমা না দেখলে অগত্যা আমাদের গ্রামে চলে যেতে হবে। সেখানে গিয়ে হালচাষ করবো।’
শুভ আরও বলেছেন, ‘আমার ক্যারিয়ারের অন্যতম সিনেমা ‘ছুঁয়ে দিল মন’ সবার ভালো লেগেছিল। দর্শক-প্রিয়তায় অন্যতম ওই সিনেমা ভালোবাসার গল্পনির্ভর সিনেমা ছিল। ‘ছুঁয়ে দিল মন’ -এর পর এবার ‘উনিশ২০’ আমার সবচেয়ে ভালোলাগার রোমান্টিক একটি সিনেমা। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে।’
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।