দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রযুক্তির যুগ এলেও এথনও কার্ডের মাধ্যমে দাওয়াত দেওয়ার রীতি রয়েছে সবখানেই। বিয়ে কিংবা যে কোনো পারিবারিক অনুষ্ঠানে কার্ড ছাপিয়ে স্বজনদের দাওয়াত করা হয়। আর সেই কার্ডে স্বাজনকে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সবিনয় অনুরোধ থাকে। তবে এবার হয়েছে ব্যতিক্রম। বিয়ের কার্ডে লেখা রয়েছে ‘দয়া করে আসবেন না’!
এবার এমন এক বিয়ের অদ্ভুত কার্ড দেখে সবাই হতবাক! সেই কার্ডে লেখা রয়েছে, ‘দয়া করে আসবেন না’! সেই কার্ডের ছবি ইতিমধ্যে নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। কোলকাতার আনন্দবাজার অনলাইন এই বিষয়টি নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে। তবে বিষয়টি যাচাই করা হয়নি বলে ওই পত্রিকা দাবি করেছে। আবার ওই আমন্ত্রণপত্রটি কোথা থেকে কারা ছাপিয়েছেন এখনও তা পরিষ্কার নয়।
আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, হিন্দি ভাষার ওই আমন্ত্রণপত্রে লেখা রয়েছে, ‘‘ভেজ রাহা হুঁ স্নেহ, নিমন্ত্রণ প্রিয়বর তুঝে বুলানে কো। হে মানস কে রাজহংস তুম ভুল জানা আনে কো। ’’ অর্থাৎ, ‘‘আমি এই আমন্ত্রণ-পত্র ভালবাসার সঙ্গেই পাঠাচ্ছি। তবে দয়া করে এই বিয়েতে আসবেন না। ’’
মনে করা হচ্ছে যে, ছাপাখানার লোকেরা এই ভুলটি করেছেন। যার জন্য আমন্ত্রণ-বার্তার অর্থই বদলে গেছে। যে কারণে আমন্ত্রিতদের মধ্যে যথেষ্ট বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল।
অপরদিকে কেও কেও আবার বলছেন, ভাইরাল করার জন্যই ফটোশপ দিয়ে এই কার্ডটি তৈরি করা হয়েছে। কার্ডের ছবি নিয়ে হাস্যরসে মেতে উঠেছেন নেটিজেনরাও!
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।