দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সেনাবাহিনীর বিরুদ্ধে সহিংসতায় প্ররোচনা দেওয়ার অভিযোগে হওয়া মামলায় জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।
গত ৯ মে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো-এনএবি ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে ইমরানকে গ্রেফতার করার পর দেশজুড়ে তুমুল বিক্ষোভ শুরু করে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থকরা।
দুই দিনের ওই বিক্ষোভে পাকিস্তানের কয়েকটি সেনানিবাস এবং সেনা স্থাপনায় ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। ৭০ বছর বয়সের রাজনীতিক এবং এক সময় আলোড়ন তোলা ক্রিকেটার ইমরানকে পরে অবশ্য সুপ্রিমকোর্টের নির্দেশে মুক্তি দেওয়া হয়। এই বিষয়ে গতকাল (মঙ্গলবার) ইমরান খানের আইনজীবী ইন্তেজার হুসাইন বলেন, সাবেক প্রধানমন্ত্রী আদালতে উপস্থিত হয়ে জামিন বন্ড জমা দিলে নতুন মামলায় তার জামিন মঞ্জুর করেছে দুর্নীতি দমন আদালত।
ইমরান খান তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেছেন যে, যখন সহিংসতার ওই ঘটনা ঘটেছে তখন তিনি বন্দি অবস্থায় ছিলেন।
আগামী ২ জুন পর্যন্ত ইমরানের জামিন মঞ্জুর হয়। অর্থাৎ এই সময়ে তাকে এই মামলায় আটক করা যাবে না।
ইমরান খান ২০১৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। ২০২২ সালে পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে তিনি বিদায় নিতে বাধ্য হয়েছিলেন। এরপর থেকে নির্বাচনের দাবিতে আন্দোলন করে যাচ্ছেন ইমরান খান ও তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।
ইমরানকে ঘিরে তার পদত্যাগের পর হতেই পাকিস্তানের রাজনীতিতে উত্তেজনা শুরু হয়েছে। নানা নাটকীয়তা তারকা এই ক্রিকেটারের রাজনৈতিক ক্যারিয়ারকে কোথায় নিয়ে দাঁড় করায় সেটিই এখন দেখার বিষয়।
সম্প্রতি ইমরানকে গ্রেফতার নিয়ে পাকিস্তানের রাজনীতিতে একের পর এক ঘটতে থাকে নাটকীয় ঘটনা। সংকট নিরসনে দেশটির ক্ষমতাসীন জোট সরকারকে আলোচনার প্রস্তাবও দিয়েছিলেন তিনি। তবে ওই প্রস্তাব ফিরিয়ে দেন বর্তমান শাহবাজ শরিফের সরকার।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।