দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চট্টগ্রামে গতকাল সোমবার হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি ইজহারুল ইসলামের মাদ্রাসা জামেয়াতুল উলুম আল ইসলামিয়ায় গ্রেনেডের বিস্ফোরণ ঘটেছে। এতে এক জন নিহত হয়েছে।
বিস্ফোরণে মাদ্রাসার একটি কক্ষ ভস্মীভূত হয়েছে। বিস্ফোরণস্থলের আশপাশে তিনটি তাজা গ্রেনেড, ১৮ বোতল এসিড, গান পাউডার, মার্বেল ও গ্রেনেড তৈরির শতাধিক খোসা পাওয়া গেছে। বোমা বিস্ফোরণে আহত হাবিব (২৫) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার গভীর রাত দুইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে একই বিস্ফোরণে আহত নূরুন্নবী নামে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের এক ছাত্রের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গোপনে চিকিৎসা নেওয়ার সময় বিস্ফোরণের ঘটনায় আহত চার শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মাদ্রাসার ডাইনিং সুপার মনির হোসেনসহ মোট ৯ জনকে আটক করেছে পুলিশ।
উল্লেখ্য, মাদ্রাসার পরিচালক মুফতি ইজহারুল ইসলাম নেজামে ইসলাম পার্টির সভাপতি, ইসলামী ঐক্যজোট একাংশের সভাপতি ও হেফাজতে ইসলামের নায়েবে আমির।