দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঈদ-উল-ফিতর ২০২৫ উপলক্ষে এনটিভি’র ৭ দিন ব্যাপী বিশেষ অনুষ্ঠানসূচী। আজ রয়েছে ঈদের ৭ম দিনের অনুষ্ঠানসূচী।
ঈদ উল ফিতরের ৭ম দিন (৬-৪-২০২৫)
৮:০০ নৃত্যানুষ্ঠান: বাঁধনহারা। প্রযোজনা: মোহাম্মদ নূরুজ্জামান। অংশগ্রহণে: স্কাই স্টমের শিল্পীবৃন্দ।
৯:১০ একক নাটক: উভয় সংকট। রচনা: আফিফা মহসিনা অরণি। পরিচালনা: মেহেদী হাসান হৃদয়। অভিনয়ে: মুশফিক আর ফারহান, কেয়া পায়েল, রিফাত চৌধুরী, শিরিন আলম, রত্না খান প্রমূখ।
১০:০৫ বাংলা ছায়াছবি: গলুই। পরিচালনা: এস এ হক অলিক। অভিনয়ে: শাকিব খান, পূজা চেরী, সুচরিতা, সুবধত, আলীরাজ, আজিজুল হাকিম প্রমূখ।
২:৩০ টেলিফিল্ম: প্রিয় অভিভাবক। রচনা ও পরিচালনা: মাঈদুল রাকিব। অভিনয়ে: শরাফ আহমেদ জীবন, রোকাইয়া জাহান চমক, রাশেদ সীমান্ত প্রমূখ।
৪:৩০ বাংলা ছায়াছবি: লিপস্টিক। পরিচালনা: কামরু৩⁄৪ামান রোমান। অভিনয়ে: আদর আজাদ, পূজা চেরী, শহিদুজ্জামান সেলিম, মিশা সওদাগর প্রমূখ।
৬:৩০ ধারাবাহিক নাটক: রূপবানের প্রেম। পর্ব ০৭। গল্প: কাব্য হাসান। চিত্রনাট্য: তানিন রহমান। পরিচালনা: হাসান রেজাউল। অভিনয়ে: তাসনুভা তিশা, সৈয়দ জামান শাওন, রূবাইয়া এশা, কচি খন্দকার, রেশমা আ৩ার, শেলী আহসান, মুসাফির সৈয়দ বাচ্চু, আনন্দ খালিদ, আব্দুল্লাহ রানা, অনিক, সুমন পাটোয়ারী প্রমূখ।
৭:৫৫ একক নাটক: প্রেম আমার। রচনা ও পরিচালনা: রুবেল আনুশ। অভিনয়ে: পার্থ শেখ, নওবা তাহিয়া হোসেন, মিলি বাশার, শিল্পী সরকার অপুপ্রমূখ।
৯:১৫ একক নাটক: প্রণয় ফাল্গুনে। রচনা: নাসির খান। পরিচালনা: সেলিম রেজা। অভিনয়ে: খায়রুল বাশার, তানজিন তিশা প্রমূখ।
১১:০৫ একক নাটক: সন্ধ্যায় সমাধান। রচনা: হিরণ জামান। পরিচালনা: দীন মোহাম্মদ মন্টু। অভিনয়ে: জাহের আলভী, ইফফাত আরা তিথি, টুম্পা মাহবুব প্রমূখ।
১২:০১ তারুণ্যের গান: সহজিয়া। উপস্থাপনা: শান্তা জাহান। প্রযোজক: কাজী মোহাম্মদ মোস্তফা।
>>>>>>>>>>>>>>
ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে
মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।
লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।
১. সাধারণ ডেঙ্গুজ্বর
২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।
সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-
১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।
২. তীব্র মাথাব্যথা হওয়া।
৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।
৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।
৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।
৬. বমি বমি ভাব বা বমি হওয়া।
৭. ত্বকে র্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।
রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :
১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।
২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।
এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
অপরদিকে
জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।
ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:
১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।
২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।
৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।
৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।
৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।
৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।
৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।
৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org