দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রতিবারের মতো এবারও বেসরকারী টিভি চ্যানেল এনটিভি ৭ দিন ব্যাপি ঈদুল আযহা উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে। আজ রয়েছে ঈদের ৪র্থ দিন অর্থাৎ ১০ জুনের অনুষ্ঠানসূচী।
![ঈদ-উল-আজহা ২০২৫: এনটিভি’র ঈদের বিশেষ অনুষ্ঠানসূচী [১০-৬-২৫] 1 ঈদ-উল-আজহা ২০২৫: এনটিভি’র ঈদের বিশেষ অনুষ্ঠানসূচী [১০-৬-২৫] 1](https://thedhakatimes.com/wp-content/uploads/2025/06/0055-750x430.jpg)
ঈদ উল আজহা’র ৪র্থ দিন (১০.০৬.২৪)
সকাল ৮:০০ ধারাবাহিক নাটক: বিহাইন্ড দ্য পাািপ্প। পর্ব ০৪। চিত্রনাট্য: তাসনীমূল তাজ, আল আমীন হাসান ও রেদওয়ান রনি। পরিচালনা: রেদওয়ান রনি। অভিনয়ে: মোশাররফ করিম, ফারুক আহমেদ, অর্পণা ঘোষ, মৌসুমী হামিদ, মুকিত জাকারিয়া, জুঁই করিম, সুমন পাটোয়ারী প্রমূখ।
সকাল ৮:৩০ বিশেষ নৃত্যানুষ্ঠান: মন মহুয়ার তালে। প্রযোজনা: মোহাম্মদ নূরুজ্জামান।
সকাল ৯:০০ একক নাটক: দু’জন দু’জনার। রচনা ও পরিচালনা: মারুফ হোসেন সজিব। অভিনয়ে: ইয়াশ রোহান, তানজিম সাইয়ারা তটিনী, মাসুম বাশার, মিলি বাশার প্রমূখ।
সকাল ১০:০৫ বাংলা ছায়াছবি: শিকারী। পরিচালনা: জয়দেব মুখার্জী। অভিনয়ে: শাকিব খান, শ্রাবন্তী, সুপ্রিয় দত্ত, খরাজ মূখার্জী, সব্যসাচী চক্রবর্তী, অমিত হাসান প্রমূখ।
দুপুর ১:১০ এই সময়ের গান: মাদল। উপস্থাপনা: শান্তা জাহান। প্রযোজনা: শাহরিয়ার ইসলাম।
দুপুর ২:৩০ টেলিফিল্ম: কেউ না জানুক। রচনা ও পরিচালনা: সেতু আরিফ। অভিনয়ে: তানিয়া বৃষ্টি, প্রান্তর দস্তিদার, সমু চৌধুরী, শম্পা নিজাম প্রমূখ।
বিকেল ৪:২০ বাংলা ছায়াছবি: দরদ। পরিচালনা: অনন্য মামুন। অভিনয়ে: শাকিব খান, সোনাল চৌহান, রাজেশ ভার্মা, পায়েল সরকার, আমির সিরাজী প্রমূখ।
সন্ধ্যা ৬:৪০ ধারাবাহিক নাটক: প্লিজ আমাকে ক্ষমা করে দাও। পর্ব ০৪। সংলাপ: সিফাত হোসেন। গল্প, চিত্রনাট্য ও পরিচালনা: মোহন আহমেদ। অভিনয়ে: সাইদুর রহমান পাভেল, চাষী আলম, ইশকিয়াক আহমেদ রুমেল, সালহা খানম নাদিয়া, ফাহমিদা বন্যা, পামির, জারা নূর, শেলী আহসান প্রমূখ।
রাত ৭:৫৫ একক নাটক: আমার বউ পরী। রচনা ও পরিচালনা: সুজিত বিশ্বাস। অভিনয়ে: মোশাররফ করিম, শায়লা সাবি, শেলী আহসান, নূরে আলমন নয়ন প্রমূখ।
রাত ৯:১০ একক নাটক: প্রেমের কোন কারণ নেই। চিত্রনাট্য ও সংলাপ: আব্রাহাম তামিম। গল্প ও পরিচালনা: রুবেল আনুশ। অভিনয়ে: পার্থ শেখ, নওবা তাহিয়া হোসেন, মোমেনা চৌধুরী, বাবু, শামীম প্রমূখ।
রাত ১১:০৫ একক নাটক: প্রেমিক কৃষক। রচনা: ফজলুল হক। পরিচালনা: সোহেল হাসান। অভিনয়ে: নিলয় আলমগীর, হিমি, সুমাইয়া অর্পা, মাসুম বাশার, চিত্রলেখা গুহ, আব্দুল্লাহ রানা প্রমূখ।
রাত ১২:২০ এই সময়ের গান: মাদল। উপস্থাপনা: শান্তা জাহান। প্রযোজনা: শাহরিয়ার ইসলাম।
তথ্যসূত্র: এনটিভির বিজ্ঞপ্তির।
>>>>>>>>>>>>>>
ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে
মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।
লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।
১. সাধারণ ডেঙ্গুজ্বর
২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।
সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-
১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।
২. তীব্র মাথাব্যথা হওয়া।
৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।
৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।
৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।
৬. বমি বমি ভাব বা বমি হওয়া।
৭. ত্বকে র্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।
রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :
১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।
২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।
এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
অপরদিকে
জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।
ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:
১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।
২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।
৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।
৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।
৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।
৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।
৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।
৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org