দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার খেলোয়াড় এবং স্পোর্টসপ্রেমীদের জন্য নতুন প্রজন্মের পারফরম্যান্স এআই চশমা বাজারে নিয়ে আসতে যাচ্ছে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা।

যৌথভাবে জনপ্রিয় চশমার ব্র্যান্ড ওকলের সঙ্গে এটি তৈরি করলো মেটা। ‘ওকলে মেটা এইচএসটিএন’ নামে এই স্মার্ট গ্লাস খেলার সময় বিভিন্ন মুহূর্তও ধারণ করবে। ধারণকৃত এইসব ভিডিও পরে অন্যদের সঙ্গে শেয়ারও করা যাবে।
স্মার্ট এই চশমা উন্মোচনের সঙ্গে সঙ্গেই বৈশ্বিক প্রচারণা শুরু করলো মেটা। এই প্রচারণায় অংশ নিচ্ছেন ফিফা বিশ্বকাপজয়ী ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পে এবং আমেরিকান ফুটবলের এনএফএল তারকা প্যাট্রিক মাহোমস।
ওকলে মেটা এইচএসটিএন স্মার্ট গ্লাস ওকলের জনপ্রিয় এসটিএন ফ্রেমের অনুপ্রেরণায় তৈরি করা হয়েছে। এতে থাকছে আকর্ষণীয় ডিজাইনের পাশাপাশি নানা ধরনের স্মার্ট ফিচার, যা পারফরম্যান্স এবং ব্যাবহারিক সুবিধা আরও বহুগুণে বাড়াবে।
চশমাটির মূল আকর্ষণই হলো এর উন্নত ক্যামেরা। যা ৩কে রেজুল্যেশনে ভিডিও ধারণ করতে পারবে। যে কারণে ব্যবহারকারীরা খুব সহজেই হাত ছাড়া নিজের চোখের সামনের দৃশ্য ভিডিওতে ধারণও করতে পারবেন।
অডিওর দিকটি গুরুত্বের সঙ্গেই দেখা হয়েছে। ফ্রেমে ‘ওপেন-ইয়ার’ স্পিকার থাকায় কোনো ইয়ারফোন ছাড়া গান, পডকাস্ট কিংবা ফোনকল উপভোগ করা যাবে।
এ ছাড়াও এই চশমাটিতে সংযুক্ত রয়েছে মেটা এআই, যা খেলাধুলার সময় তাৎক্ষণিকভাবে সহায়তা দিতে পারবে। যেমন গলফ খেলতে গেলে বাতাসের অবস্থা জানানো কিংবা শুধু ভয়েস কমান্ড দিয়ে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টও করা যাবে খুব সহজেই।
এই চশমাটিতে আরও রয়েছে আইপিএক্স ৪ রেটিং, যে কারণে বৃষ্টি, ঘাম কিংবা পানির ছিটায় এর কোনো রকম সমস্যা হবে না। পূর্ণ চার্জে চশমাটি চলবে প্রায় ৮ ঘণ্টার মতো। মাত্র ২০ মিনিটে এই চশমাটি ৫০ শতাংশ চার্জ সম্পন্ন হবে। সঙ্গে থাকা চার্জিং কেস ব্যবহার করে অতিরিক্ত ৪৮ ঘণ্টা পর্যন্ত চার্জ রিজার্ভও রাখা যাবে।
এই লিমিটেড এডিশন ওকলে মেটা এইচএসটিএন চশমা প্রি-অর্ডারের জন্যও উন্মুক্ত হতে যাচ্ছে আগামী ১১ জুলাই হতে। এটির দাম রাখা হয়েছে ৪৯৯ মার্কিন ডলার। পরবর্তী সময় এর সাধারণ সংস্করণ বাজারে আসলে যার শুরুর দাম হবে ৩৯৯ মার্কিন ডলার।
জানা গেছে, প্রাথমিকভাবে চশমাটি বিক্রি হবে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ইতালি, ফ্রান্স, স্পেন, অস্ট্রিয়া, বেলজিয়াম, জার্মানি, সুইডেন, ফিনল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক এবং অস্ট্রেলিয়ায়। এ বছরের শেষ নাগাদ এটি পাওয়া যাবে মেক্সিকো, ভারত এবং সংযুক্ত আরব আমিরাত।
>>>>>>>>>>>>>>
ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে
মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।
লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।
১. সাধারণ ডেঙ্গুজ্বর
২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।
সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-
১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।
২. তীব্র মাথাব্যথা হওয়া।
৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।
৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।
৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।
৬. বমি বমি ভাব বা বমি হওয়া।
৭. ত্বকে র্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।
রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :
১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।
২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।
এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
অপরদিকে
জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।
ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:
১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।
২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।
৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।
৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।
৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।
৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।
৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।
৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org