দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গত রাতে বিএনপি চেয়ারপার্সনের গাড়ি বহর থেকে সাবেক সভাপতি ও বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে গ্রেফতার করা হয়েছে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত রাত ১১টায় বিএনপির যুগ্ম মহাসচিব অসুস্থ রিজভী আহমেদকে দেখতে যান নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে। রিজভীকে দেখে গুলশানের বাসায় ফেরার সময় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীদের বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় নিরাপত্তারক্ষীদের গাড়ি থেকে নামিয়ে পুলিশ গ্রেফতার করে ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে। এ নিয়ে মধ্যরাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে নয়াপল্টনে।
উল্লেখ্য, কিছুদিন ধরে দলীয় কার্যক্রম নিয়ে ব্যস্ততার কারণে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে রাতে অবস্থান করেন রিজভী আহমেদ। ২৫শে অক্টোবর সমাবেশ কর্মসূচিকে কেন্দ্র করে ঈদের পর থেকেই নয়াপল্টনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে প্রশাসন। গত শুক্রবার থেকে নয়া পল্টনের কার্যালয় পুলিশ অবরুদ্ধ করে রাখে। কোনো নেতা-কর্মীকে কার্যালয়ে প্রবেশ করতে দেয়া হয়নি। ফলে রিজভী শুক্রবার থেকেই কার্যালয়ে কার্যত অবরুদ্ধ হয়ে আছেন। অবরুদ্ধ অবস্থায় গতকাল বিকালের দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতির অবনতি ঘটে। খবর পেয়ে রাত ১০টা ৫৫ মিনিটে নয়াপল্টনে অবরুদ্ধ কেন্দ্রীয় কার্যালয়ে অসুস্থ রিজভীকে দেখতে ছুটে যান খালেদা জিয়া। নেতাকর্মী পরিবেষ্টিত অবস্থায় খালেদা জিয়া তৃতীয় তলায় রিজভীকে দেখতে যান। চিকিৎসকদের কাছে তার সর্বশেষ শারীরিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। তিনি রিজভীর সঙ্গে কথা বলে তাকে সান্ত্বনা দেন। ১০ মিনিট সেখানে অবস্থানের পর ১১টা ১০মিনিটের সময় কার্যালয় থেকে গুলশানের বাসার উদ্দেশ্যে গাড়িতে চড়েন খালেদা জিয়া। পুলিশের সঙ্গে ধস্তা-ধস্তির ঘটনার সময় খালেদা জিয়া গাড়ির মধ্যে বসে তা অবলোকন করেন।