দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৬০ ঘণ্টার হরতালের শেষ দিনে আজ ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। যদিও বিভিন্ন স্থানে পিকেটিং হয়েছে।
বিক্ষিপ্ত মিছিল, সংঘর্ষ, পিকেটিং, ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে চলছে বিরোধী জোটের ডাকা ৩য় ও শেষ দিনের হরতাল। তবে এখন সকাল সাড়ে ১০টা পর্যন্ত কোথাও বড়ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। রাজধানীতে কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে হরতালকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এবং বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণমোড়ে অবস্থান নিয়েছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী।
এদিকে গতকাল চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষে ১ জন আওয়ামীলীগ কর্মী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে ১৫ জন।
আজ সকালে রাজধানীর সাতরাস্তায় একটি সিএনজিতে অগ্নিসংযোগ করেছে হরতালকারীরা। গাজীপুরের শিববাড়ী ও টঙ্গিতে দুটি গাড়িতে অগ্নিসংযোগ করেছে হরতালকারীরা। নারায়নগঞ্জের ফতুল্লায় সংঘর্ষ হয়েছে সকালে। এ সময় অন্তত ১০ জন আহত হয়েছে। কুমিল্লায় আওয়ামীলীগ ও পুলিশের সঙ্গে হরতালকারীদের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। রাজধানীর খিলগাঁওতে পুলিশকে লক্ষ্য করে ককটেল ছোড়া হয়েছে।
এছাড়াও রাজধানীর, আজিমপুর, পুরানঢাকা, শ্যামলী, মোহাম্মদপুর, মিরপুর, বাড্ডাসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটেছে।
রাজধানীতে অন্য দু’দিনের থেকে আজ গাড়ির সংখ্যা বেশি রয়েছে। ট্রেন চলছে স্বাভাবিকভাবে। তবে দুরপাল্লার কোন গাড়ি ছাড়েনি। গাবতলি বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল ছিল নিরব। মার্কেট গুলো বন্ধ রয়েছে। তবে সরকারি-বেসরকারি অফিস আদালত চলছে যথারিতি।
উল্লেখ্য, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গত সপ্তাহে ১৮ দলীয় জোটের টানা ৬০ ঘণ্টার হরতালে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। এতে অন্তত ১৪ জন নিহত হয়। গতপরশু থেকে শুরু হয়েছে আরও ৬০ ঘণ্টার হরতাল এবং আজ এর ৩য় ও শেষ দিন।