দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বইছে বিশ্বক্লাব ফুটবলে দল বদলের হাওয়া। এরই মাঝে অনেকে ক্রিস্টিয়ানো রোনালদো কে নিয়ে গুজব ছড়িয়েছে এ মৌসুমে তাকে আর রিয়ালে দেখা যাবে না। এদিকে রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো পেরেজ পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যত টাকাই প্রস্তাব করা হোক না কেন, ক্রিস্টিয়ানো রোনালদোকে এই মৌসুমে বিক্রি করা হবে না।
রিয়ালের ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো এই মৌসুমে শুরুতেই রিয়াল মাদ্রিদ থেকে কোচ মরিনহো এর বিদায়ে নিজের খারাপ লাগার কথা জানিয়ে দেন। এদিকে রিয়াল মাদ্রিদ ক্রিস্টিয়ানো রোনালদোকে তাদের দলের জন্য অপরিহার্য সদস্য ভাবছে।
ক্রিস্টিয়ানো রোনালদোর বিষয়ে মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো পেরেজ জানান, “আমি আমার সর্বোচ্চ প্রয়াস চালাবো রোনালদোর সাথে চুক্তি নবায়ন করতে। রোনালদোর সাথে রিয়ালের চুক্তির মেয়াদ আরও দুই বছর আছে। সে বিশ্বের সেরা খেলোয়াড়, আমরা চাই তাকে আমাদের সাথে রেখে রিয়াল মাদ্রিদকে দলগত ভাবে শক্তিশালী করতে।”
তিনি আরও জানান, “আমি রোনালদোকে ১ বিলিয়ন ইউরোতেও বেচব না, আমরা বিক্রির জন্য খেলোয়াড় কেনার দল না। রোনালদো একজন ম্যাচ উইনার, এবং রিয়ালের তাঁকে প্রয়োজন। রোনালদো আমার সাথে আলোচনা করেছে এবং আমি তাকে জানিয়েছি আমি তার খুশির জন্য যে কোন কিছুই করতে প্রস্তুত আছি।”
এদিকে রিয়াল মাদ্রিদ ব্রাজিলীয় সুপার স্টার নেইমারকে কিনতে চেয়েও পারেনি, এক্ষেত্রে রোনালদোকে দলে ধরে রাখাটা তাদের জন্য এখন বড় চ্যালেঞ্জ।
ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদের হয়ে ২০০ গোলের মাইল ফলক অতিক্রম করেন। ২০০ গোলের মাধ্যমে মাদ্রিদের সর্বোচ্চ গোলদাতাদের মধ্যে এখন ৬ নম্বরে অবস্থান করছেন রোনালদো। এই মৌসুমে তিনি রিয়ালের হয়ে ৫৩ ম্যাচে গোল করেন ৫৪ টি।
রিয়ালের হয়ে সর্বোচ্চ গোল করা ১০ খেলোয়াড়ের তালিকাঃ
|
সূত্রঃ গোল.কম