দি ঢাকা টাইমস্ ডেস্ক॥ আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েন সিদ্ধান্ত নিয়েছেন তিনি এই মৌসুমে আর রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে চান না। ইতোমধ্যেই ইউরোপের বেশ কয়েকটি জায়ান্ট ক্লাব তার প্রতি আগ্রহের কথা জানিয়েছে।
ইউরোপের অনেক নামী দামী ক্লাব হিগুয়েনের ব্যাপারে আগ্রহী হলেও, ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসকেই হিগুয়েনের পরবর্তী গন্তব্য হিসেবে বিবেচনা করা হচ্ছে। দলবদলকে সামনে রেখে জুভেন্টাসের সাথে চুক্তির প্রাথমিক কিছু ইস্যুতেও গঞ্জালো হিগুয়েনের সম্মতির কথা জানা গেছে। আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনাও মনে করেন, জুভেন্টাসই হবে হিগুয়েনের জন্য উপযুক্ত ক্লাব।
হিগুয়েন বলেন, “আমার মনে হচ্ছে রিয়ালে এটি আমার শেষ মৌসুম হিসেবে খেলা, আমার পরিবর্তন দরকার, আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি।” তিনি আরও বলেন “আমি সেখানেই যেতে চাই যেখানে আমি নিজেকে প্রমাণ করতে পারবো, এখানে আমি আমার সম্পূর্ণের কিছুই দিতে পারিনি, আমি মাদ্রিদে এসেছিলাম ১২ মিলিয়ন ইউরোতে; এখন আমি মনে করি আমার মূল্য আরও বেশি। আশা করছি রিয়াল মাদ্রিদ আমার জন্য ও তাদের নিজেদের জন্য ভাল কিছু করবে।”
এদিকে রিয়াল জেনারেল ম্যানেজার এঞ্জেল সানচেজ সূত্রে জানা যায় নতুন কিছু উঁচু মানের খেলোয়াড় কিনতে হিগুয়েনের সাথে তারা সম্পর্কের ইতি টানতে চায়। আসন্ন মৌসুমের দল-বদলে ২৫ বছর বয়সী এ ফুটবলারকে বিক্রি করে দিতে চাচ্ছে ক্লাবটি।
রিয়াল মাদ্রিদের হয়ে চলতি মৌসুমে ১৪ গোল করেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েন। করিম বেনজেমার সঙ্গে আক্রমণভাগে সক্রিয় ছিলেন এই তারকা ফুটবলার। হিগুয়েনের সাথে রিয়াল মাদ্রিদের চলতি চুক্তি রয়েছে ২০১৬ সাল পর্যন্ত।
সূত্রঃ গোল.কম