দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সেলফি নিয়ে মাতামাতির যেনো শেষ নেই। যতো দিন গড়াচ্ছে ততোই বাড়ছে সেলফির মাতামাতি। এবার চলন্ত সিঁড়িতে স্বামীর সঙ্গে সেলফি তুলতে গিয়ে মৃত্যু হলো এক কন্যা সন্তানের!
এক দম্পতি নিয়মিত চেকআপ করাতেই সন্তানকে নিয়ে একটি ক্লিনিকে যান। চিকিৎসক দেখানোর পর একটি শপিংমলে যান তারা। সেখানে কেনাকাটা সেরে স্বামীর সঙ্গে চলন্ত সিঁড়িতেই সেলফি তুলছিলেন ওই নারী। সেই সেলফি তোলাই যেনো তার কাল হলো। চলন্ত সিঁড়িতে সেলফি তুলতে গিয়ে প্রাণ হারালো তাদের ১০ মাস বয়সী কন্যা সন্তান। ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানের গঙ্গানগরের একটি অভিজাত শপিংমলে। শপিংমলের চলন্ত সিঁড়িতে ওই নারী যখন তার স্বামীর সঙ্গে সেলফি তুলছিলেন তখন হঠাৎই তার কোল হতে শিশুটি পড়ে যায়।
সিসিটিভির ভিডিও ফুটেজে দেখা যায, প্রথমেই স্ত্রী ও তার সন্তানের সঙ্গে সেলফি তোলেন এক ব্যক্তি। তারপর তারা চলন্ত সিঁড়িতে ওঠেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সিঁড়িতে ওই নারীকে তার স্বামী সেলফি তুলতে বলেছিলেন। এই সময় সেলফি তুলতে গিয়ে ওই নারী ভারসাম্য হারিয়ে ফেলেন। এতে করে তাদের কোলের শিশু নিচে পড়ে যায়।
ফুটেজে দেখা গেছে, প্রথমে শিশুটি রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায় ও পরে ফাঁক দিয়ে নিচে পড়ে যায়। মাটিতে পড়ার পরই শিশুটির মৃত্যু ঘটে।
ঘটনার সঙ্গে সঙ্গেই দোকানদাররা শিশুকে উদ্ধার করার জন্য ছুটে আসেন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।
উল্লেখ্য, মাত্র কয়েক দিন আগেও মুম্বাইয়ে একই ধরনের ঘটনা ঘটেছে। তবে সেটি সেলফির কারণে নয়। ওই সময় হাইহিল পরা এক নারী দ্বিতীয় তলায় ভারসাম্য হারিয়ে ফেলায় কোল থেকে পড়ে তার শিশু সন্তানের মৃত্যু ঘটে। তথ্যসূত্র: https://bebemamae.com
দেখুন সেই ভিডিওটি
https://www.youtube.com/watch?v=HodqrM3CzJI