দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বহুল আলোচিত ভারতের আরুষি হত্যাকাণ্ডে তার মা-বাবাকেই খুনি হিসেবে দোষী সাব্যস্ত করে এই চাঞ্চল্যকর মামলার রায়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সিবিআইয়ের বিশেষ আদালত।
ভারতে আলোচিত ১৪ বছরের কিশোরী আরুষি তলওয়ার হত্যাকাণ্ডের মঙ্গলবার রায় দিয়েছে সেদেশের আদালত। এতে আরুষির পিতামাতা তলওয়ার দম্পতিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সিবিআইয়ের বিশেষ আদালত।
গতকাল দুপুরে আরুষি হত্যাকান্ডের বিচার প্রক্রিয়া শুরু হয়। এর আগে সোমবার সিবিআই-র বিশেষ আদালতেও আরুষির বাবা রাজেশ এবং মা নুপূর তলওয়ারকে হত্যা এবং প্রমাণ লোপাটের দায়ে দোষী সাব্যস্ত করা হয়।
আরুষির বাবা রাজেশ তলওয়ারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুন, ২০১ ধারায় তথ্য প্রমাণ লোপাট এবং ২০৩ ধারায় কোনও অপরাধের প্রেক্ষিতে ভুল তথ্যপ্রদানের অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে। আরুষির মা নূপুর তলওয়ারকে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুন এবং ২০১ ধারায় প্রমাণ লোপাটের অপরাধে দোষী সাব্যস্ত করা হয়।
এর আগে গাজিয়াবাদের বিশেষ সিবিআই আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পরই কান্নায় ভেঙে পড়েন আরুষির মা। জেলে গিয়েও সেই কান্না থামেনি। সারা রাত ঘুমাতে পারেননি তলওয়ার দম্পতি। এমনকি খাবারও ঠিক করে খাননি তারা।
উল্লেখ্য, ভারতের গাজিয়াবাদের নয়ডা অঞ্চলে অবস্থিত বাড়ি থেকে ২০০৮ সালে ১৪ বছরের আরুষি তলওয়ারের দেহ উদ্ধারের পাঁচ বছর পর খুনের অপরাধে আদালত দোষী সাব্যস্ত করল আরুষির বাবা-মা রাজেশ ও নূপুরকে। গতকাল এ বিষয়ে “আজ রায় ॥ বহুল আলোচিত ভারতের আরুষি হত্যাকাণ্ড ॥ বাবা-মা দোষী সাব্যস্ত” শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়েছিল।