The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

দেখে নিন আফ্রিকান ওয়াইল্ড লাইফের অসাধারণ ১৫টি ছবি

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক॥ বিখ্যাত ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার Essdras M Suarez টানা দুই সপ্তাহ কাটিয়েছেন আফ্রিকান দেশ KenyaTanzania তে। সেখানে কাটানো সময়ে তিনি আফ্রিকার ওয়াইল্ড লাইফের অসাধারণ কিছু ছবি তুলে নিয়ে এসেছেন যা সত্যি অসাধারণ! চলুন একে একে দেখে নিই Essdras M Suarez এর তোলা মোট ২৭ টি ছবির মাঝে আমাদের বাছাই করা ১৫টি অসাধারণ ছবি।


African wildlife_CollageWM1

১।
bp21
ছবিতে বেগুনি ব্রেস্টেড পাখিটি শূন্যে উড়তে উড়তে খাবার শিকার করছে।

২। bp2
সিংহের এমন রাগান্বিত চেহারা দেখে কেউ কি নির্ভয় থাকতে পারবে? হ্যাঁ চিত্র গ্রাহক Essdras M Suarez সরাসরি এই ছবিটি ক্যামেরায় তুলে এনেছেন।

৩।
bp1
কেনিয়ার Serengeti জাতীয় উদ্যানে দিনের শেষ নেমে আসছে জিরাফ মাথা উঁচু করে নীড়ে ফিরছে একই সাথে এই ছবিতে আফ্রিকার অসাধারণ সূর্যাস্ত ফুটে উঠেছে।

৪।
bp3
এটি তানজানিয়ার একটি উদ্যানে সিংহ রাজত্ব, রাতে এই সিংহ সম্প্রদায় মহিষটিকে শিকার করেছে।

৫।

bp4

সিংহের মহাভোজ।

৬।
bp5

দক্ষিণ তানজানিয়ার এই সিংহি তার শাবক নিয়ে প্রতাপে বিচরণ করছে।

৭।
bp6

এই agama lizard সূর্যে নিজের শীতল শরীর গরম করতে ব্যস্ত।

৮।
bp7

ছবিতে দেখা যাচ্ছে বিশাল বিচরণ ক্ষেত্রে হরন সমূহ নির্ভয়ে খাবার খাচ্ছে! ছবিটি তাঞ্জানিয়া থেকে তোলা।

৯।

৯। পুরুষ এবং মহিলা ostrich এর খেলা!

পুরুষ এবং মহিলা ostrich এর খেলা!

১০।
bp10
ছবিটি কেনিয়ার Masai Mara Reserve উদ্যানের, জেব্রার দল বিচরণ করছে।

১১।
bp12

অসংখ্য বন গরুর (Wildebeests) ভিড়ে একটি জেব্রা! ছবিটি তোলা হয়েছে Masai Mara Triangle এলাকা থেকে যেটি কেনিয়া এবং তানজানিয়ার সীমান্ত এলাকা।

১২।
bp16
অসংখ্য ওয়াইল্ড বিস্ট নদী পার হয়ে তানজানিয়ার অন্য কূলে যাচ্ছে, উল্লেখ্য নদীটি আফ্রিকান ভয়ংকর কুমিরে পরিপূর্ণ!

১৩।
bp19

কেনিয়া থেকে তোলা এই ছবিতে দেখা যাচ্ছে একটি মা হাতি তার শাবক’কে মমতায় আগলে রেখেছে।

১৪।
bp22

এখানে এই কেনিয়ান চিতা বাঘ’টি একটু বিশ্রাম নিচ্ছে, হয়ত এই বিশ্রাম কিছুক্ষণ পরেই শিকারের উদ্দেশ্যে দুরন্ত গতিতে ছুটে যাওয়ার জন্যই নিজেকে তৈরি করা।

১৫।
bp24

Masai Mara Reserve উদ্যান থেকে তোলা এই ছবিতে বিস্তীর্ণ উদ্যান দেখা যাচ্ছে। সেখানে বিচরণ করছে কিছু এন্টিলোপ বা কৃষ্ণসার হরিণ।

ছবির জন্য কৃতজ্ঞতাঃ Essdras M Suarez/EMS Photography

সূত্রঃ boston

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali