দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট নতুন কর্মসূচি ঘোষণা করেছে। আগামী শনিবার সকাল ৬টা থেকে ৭২ ঘণ্টার অবরোধ আহ্বান করা হয়েছে।
নির্বাচনকালীন নির্দলীয় সরকার ও নেতা-কর্মীদের মুক্তির দাবিতে শনিবার সকাল ৬টা থেকে শুরু হয়ে এ অবরোধ চলবে মঙ্গলবার বিকেল ৬টা পর্যন্ত। আজ বৃহস্পতিবার সকালে অজ্ঞাতস্থান থেকে সংবাদ মাধ্যমকে পাঠানো এক ভিডিও বার্তায় বিএনপি’র মুখপাত্র যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ অবরোধের ডাক দিয়েছেন।
ওই বিবৃতিতে তিনি বলেছেন, ‘তবে যদি বিকেল পাঁচটার মধ্যে নির্দলীয় সরকারের দাবি মেনে নেয়া হয়, তবে অবরোধ প্রত্যাহার করা হবে।’
উল্লেখ্য, চলমান রাজনৈতিক পরিস্থিতির জন্য জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর বাংলাদেশ সফরে আসছেন। সে কারণে কর্মসূচির কিছুটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে- এমন আভাস পাওয়া গেছে।