দি ঢাকা টাইমস্ ডেস্ক॥ ফিফা বিশ্বকাপ ২০১৪ এর ড্র অনুষ্ঠিত হয়েছে শনিবার, ড্র অনুযায়ী নির্ধারিত হয়েছে কোন দেশ কোন গ্রুপে খেলবে এবং দল সমূহের খেলার সময় সূচীও চূড়ান্ত হয়ে গেছে। ব্রাজিল বিশ্বকাপের প্রথম খেলা অনুষ্ঠিত হবে ১২ জুন ২০১৪ তে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া মাঝে। ফাইনাল খেলা হবে ১৩ জুলাই ২০১৪ তারিখে।
বিশ্বকাপ ২০১৪ তে ৮ টি গ্রুপে খেলা হবে প্রতি গ্রুপে ৪ টি করে মোট ৩২ টি দেশ একটি কাপ জয়ের উদ্দেশ্যে মাঠের লড়াইয়ে নামবে।
চলুন জেনে নিই কোন দল কোন গ্রুপে স্থান পেয়েছেঃ
গ্রুপ “এ”
- স্বাগতিক ব্রাজিল
- ক্রোয়েশিয়া
- মেক্সিকো
- ক্যামেরুন
গ্রুপ “বি”
- স্পেন
- নেদারল্যান্ড
- চিলি
- অস্ট্রেলিয়া
গ্রুপ “সি”
- কলম্বিয়া
- গ্রীস
- আইভরি কোস্ট
- জাপান
গ্রুপ “ডি”
- উরুগুয়ে
- কোস্টারিকা
- ইংল্যান্ড
- ইটালি
গ্রুপ “ই”
- সুইজারল্যান্ড
- ইকুয়েডর
- ফ্রান্স
- হন্ডুরাস
গ্রুপ “এফ”
- আর্জেন্টিনা
- ইরান
- নাইজেরিয়া
- বসনিয়া-হার্জেগোভিনা
গ্রুপ “জি”
- পর্তুগাল
- মার্কিন যুক্তরাষ্ট্র
- ঘানা
- জার্মানি
গ্রুপ “এফ”
- বেলজিয়াম
- আলজেরিয়া
- রাশিয়া
- দক্ষিণ কোরিয়া
সূত্রঃ বিবিসি