দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জাতীয় পার্টি আবারও ফিরছে নির্বাচনে। এমনটা মনে করছেন পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য, সদ্য বহিষকৃত নেতা কাজী জাফর আহমেদ।
কাজী জাফর আহমেদ আজ বলেছেন, বিশ্বস্ত সূত্রে তিনি জানতে পেরেছেন রওশন এরশাদকে চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে এইচ. এম. এরশাদ অবসরে যাবেন অথবা চিকিৎসা নিতে বিদেশে যাবেন। তিনি মনে করেন, এর অর্থ হচ্ছে, এরশাদ নির্বাচন বর্জনের যে ঘোষণা দিয়েছেন তা থেকে তিনি আবারও বেরিয়ে আসবেন।
কাজী জাফর তাঁর গুলশানের বাসভবনে আজ শনিবার সাংবাদিকদের কাছে এ দাবি করে বলেছেন, রওশন এরশাদ, আনিসুল ইসলাম মাহমুদ ও জিয়াউদ্দিন বাবলু নির্বাচনকালীন সরকার থেকে বের হয়ে আসতে চান না।
এদিকে কাজী জাফর আহমেদ আর মূল দলে ফিরবেন না বলে সাংবাদিকদের সাফ জানিয়ে দেন। তিনি যে নতুন দল গঠনের কথা বলেছেন, তাতে কতজন পুরোনো থাকবেন সে প্রশ্নের উত্তরে কাজী জাফর আহমেদ বলেন, অন্তত ২০ থেকে ২৫ জন আমার সাথে আছেন। তারা এখন কেনো নাই এমন প্রশ্ন করলে তিনি বলেন, যেহেতু অবরোধ রয়েছে তাই তারা আসতে পারেননি। এরশাদ প্রসঙ্গে তিনি বলেন, ‘এরশাদ যোগাযোগ করলেও আমি করব না। এরশাদের জাতীয় পার্টি আর আমার জাতীয় পার্টি এক হবে না।’
এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা কাজী জাফরের এমন মন্তব্য থেকে বলছেন, এরশাদ আবার নির্বাচনে ফিরে আসতে পারেন কাজী জাফরের বক্তব্যে আপাত দৃষ্টিতে তাই মনে হচ্ছে। বাকিটা সময়ই বলে দেবে।
উল্লেখ্য, বর্তমান সর্বদলীয় সরকারের মন্ত্রী পরিষদে জাতীয় পার্টির যোগদান করার পর কাজী জাফর আহমেদ অসুস্থ অবস্থায় হাসপাতাল থেকেই এরশাদকে ‘বেইমান’ বলে কঠোর সমালোচনা করলে তাকে বহিষ্কার করা হয়। পরে কাজী জাফর আহমেদ নিজেই একই নামে দল গঠন করার ঘোষণা দেন। ইতিমধ্যে তিনি বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে সাক্ষাৎ করে বর্তমান আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন জাতীয় পার্টির বহিষকৃত এই নেতা।