দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসি কার্যকরে স্থগিতাদেশের ওপর শুনানি চলছে। আজ বুধবার সকাল ১০টায় প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি শুরু হয়েছে।
হরতাল ও অবরোধের কারণে ফাঁসি কার্যকরের স্থগিতাদেশ আরো বাড়ানোর আবেদন করেছেন কাদের মোল্লার আইনজীবীরা। আদালতে শুনানি শুরুর কিছুক্ষণ পর আবার ১ ঘণ্টার জন্য শুনানি মুলতবি করেন আদালত।
উল্লেখ্য, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় কখন কীভাবে বাস্তবায়ন হবে- আপিল বিভাগের সিদ্ধান্তের ওপরই তা নির্ভর করছে।
সরকার পক্ষ রাত ১২টা ১ মিনিটে ফাঁসি কার্যকরের ঘোষণা দিলেও আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের চেম্বার জজ বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন গতকাল মঙ্গলবার রাতে এক আকস্মিক আদেশে কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত স্থগিত করে দেন।