দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য জনাব আসাদুজ্জামান নূরের গাড়ি বহরে জামাত শিবিরের হামলায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৩ জন আওয়ামীলীগ কর্মী ও দুইজন জামাত কর্মী নিহত হয়েছে। সংসদ সদস্য আসাদুজ্জামান নূর অক্ষত আছেন।
সম্প্রতি নীলফামারী এলাকায় জামাত শিবিরের তাণ্ডব এবং ভাংচুরের খবর পেয়ে সংসদ সদস্য আসাদুজ্জামান নূর শনিবার নিজ নির্বাচনী এলাকা পরিদর্শনে যান, পরিদর্শন শেষে ফেরার পথে বিকাল পৌনে ৫ টার দিকে নীলফামারীর রামগঞ্জ বাজারের কানপুড়া মোড় এলাকায় পৌঁছালে জামায়াত-শিবির ও বিএনপিকর্মীরা তার গাড়িবহরের সামনে ও পেছন থেকে হামলা করে। হঠাৎ এরকম হামলায় আওয়ামীলীগ কর্মী ও নেতারা অবাক হয়ে এদিক সেদিক ছুটতে থাকেন। কিন্তু এই সময়ে জামাত শিবিরের হামলায় তাৎক্ষণিক প্রান হারায় ৩ আওয়ামীলীগ কর্মী এদের নাম খোরশেদ চৌধুরী (৫৫), ফরহাদ হোসেন (২৫), মুরাদ হোসেন (২০)।
এর কিছুক্ষণ পর সংসদ আসাদুজ্জামান নূরকে নিরাপদে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে আওয়ামীলীগ কর্মীরা ঐক্যবদ্ধ হন। সেখানে প্রতিরোধ গড়ে তুলে আওয়ামীলীগ কর্মীরা জামাত শিবিরের কর্মীদের সাথে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েন ঘটনায় দুই শিবির কর্মীকে কাছে পেয়ে আওয়ামীলীগ কর্মীরা পিটিয়ে হত্যা করেন, এরা হচ্ছে বক্কর সিদ্দিক (৪২)ও খয়রাত হোসেন (২৫)।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ এগিয়ে এসে অবস্থা শান্ত করেন, ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৫০ জনের মত আহত হয়েছেন, তাদের রংপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
এদিকে জামাত শিবিরের হামলায় গুরুত্বর অবস্থায় রয়েছেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাঈদ মাহমুদ। তাঁকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থা আশঙ্কা জনক।
সংঘর্ষে নীলফামারীর সহকারী পুলিশ সুপার শফিউল ইসলাম আহত হয়েছেন বলে জানা গেছে।