দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দাড়ি গোঁফ নিয়ে মানুষের নানা রকমের ফ্যাশন স্টাইল। সৌন্দর্য্য, ব্যক্তিত্ব স্বকীয়তা ফুটিয়ে তুলতে এক একজন মানুষ দাড়ি গোঁফ পরীক্ষা নিরীক্ষাও কম করেন না। অনেকে আবার তারকাদের চুলের স্টাইল, দাড়ি গোঁফ কাটার স্টাইল অনুসরণ করেন। এটিই সাধারণ। তবে ব্যতিক্রম হচ্ছে জগতের এমন কিছু মানুষ আছেন যারা দাড়ি গোঁফ কে রীতিমত শৈল্পিক রূপ দিয়েছেন। এরকমই বৈচিত্র্যময় দাড়ি গোঁফের ছবি দেখতে পারবেন এই লেখাটিতে।

১. টুপি পরিহিত ভদ্রলোক তার দাড়ি গোঁফের আকৃতি দিয়েছেন অনেকটা হাতির দাঁতের মতন

২. এই ব্যক্তির দাড়ি সীমান্তের কাটা তারের বেড়ার মতনই দেখাচ্ছে

৩. দাড়ি, গোঁফ এবং চুল এর আলাদা আলাদা কম্বিনেশন করেছেন

৪. সোনালি দাড়ি গোঁফের এই ব্যক্তি বিচিত্র রূপ দিয়েছেন তার দাড়ি গোঁফের

৫. গরু কিংবা মহিষের শিং সদৃশ দাড়ি গোঁফ

৬. তিনি দাড়ি গোঁফ শিং আকৃতি দিয়েছেন তো বটেই চুলও করেছেন বিশাল আলখাল্লা

৭. বন্য মহিষের মতই দাড়ি গোঁফ

৮. দাড়ি গোঁফ এই রূপ নজর কারতে বাধ্য

৯. সাদা দাড়িওলা ইনিও কম যান না

১০. দাড়ি গোঁফ এরকম আকার দিতে পেরে তিনি বেশ খুশিই দেখা যাচ্ছে

১১. দাড়ি গোঁফ ময় মুখমন্ডল

১২. অন্যদের মত না হলেও এরকম জাদরেল দাড়ি কয়জনরই হয়!

১৩. চশমা পড়া ব্যক্তি তার দাড়ির সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করেছেন

১৪. ভয় পাবেন না। এটা মাকড়সা নয়, এটাও দাড়ি গোঁফ

১৫. দাড়ি গোঁফ বেঁধেরও রাখতে হয় দেখা যাচ্ছে

১৬. উনার দাড়ি গোঁফ উল্টা ছুরির মতন আকৃতি দিয়েছেন

১৭.সব দিকেই তার দাড়ি গোঁফ বিস্তৃত

১৮. দাড়ির উপর গোঁফ। নিচে আবার দাড়ি পাকানো!

১৯. পাকা দাড়ি নিয়ে তার কাজও কম নয়

২০. ইনি এক ধাপ এগিয়ে সবার থেকে। দাড়ির উপরই তৈরি করেছেন খামার

২১. দাড়ি গোঁফ এ অনেক কিছু দেখতে পেলেও অবাক হবেন না

২২. দাড়ি গোঁফ এ চেহারা দেখা মুশকিল যখন

২৩. দাড়ি গোঁফ এমন আকার দিয়ে খুশি আরেক জন

২৪. অবাক চোখে তাকিয়ে ভাবছেন দাড়ি গোঁফ সাজটা কি কম হয়ে গেল!

২৫. দাড়ি গোঁফ দিয়ে উনি বেণী ই পাকিয়েছেন

তথ্যসূত্র: লিস্ট২৫