দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চোখ ধাঁধানো আতশবাজি, গান,নৃত্য দিয়ে নতুন বছরকে বরণ করে নিয়েছে বিশ্ববাসী। নতুন বছর উদযাপনে সুপারহিরো সুপারম্যান, ব্যাটম্যানদের হারিয়ে দিয়েছেন স্পাইডারম্যান। অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই – নিউ ইয়র্কে ঐতিহ্যবাহী টাইমস স্কয়ারে নিউ ইয়ার’স ইভ উদযাপন করেছে স্পাইডারম্যান।
২০১৪ সালের সবচেয়ে প্রতিক্ষিত মুভিগুলির একটি ‘দ্য অ্যামেজিং স্পাইডারম্যান ২’ মে মাসে থিয়েটারে মুক্তি পাবে। এই মুভির সবচেয়ে উত্তেজনাময় এবং সুন্দর একটি ভিডিও ক্লিপ প্রদর্শিত হয় টাইমস স্কয়ারের ভিডিও স্কিনে। স্পাইডারম্যানকেও দেখা যায় টাইমস স্কয়ারের উপরে ঝুলে থাকতে।
মুভির ভিডিও ক্লিপঃ
মুভিটির পরিচালক মার্ক ওয়েব জানিয়েছেন, নিউইয়র্কে মুভিটির শ্যুটিং করা ছিলো বেশ উত্তেজনাময় একটি কাজ এবং নিউইয়র্কবাসীরা উষ্ণ অভিবাদন জানিয়েছেন শ্যুটিং টিমকে। নিউ ইয়ার উদযাপনের অনুষ্ঠানে স্পাইডারম্যানের ফিরে আসা চমৎকার অনুভুতির জন্ম দিয়েছে।
পৃথিবীর বিভিন্ন দেশে নিজস্ব সংস্কৃতি অনুযায়ী পালিত হয় ইংরেজি বর্ষবরণের উত্সব। এর মধ্যে নিউইয়র্কের টাইমস স্কয়ারে উদযাপিত বর্ষবরণের উৎসব সব সময়ের জন্য বেশ তাৎপর্যপূর্ণ। স্পাইডারম্যান যেভাবে পুরো উৎসবের মধ্যমনি সেজেছেন তাতে তাকে সবচেয়ে স্মার্ট সুপারহিরো বলা যায়।
টাইমস স্কয়ারের ভিডিওঃ
https://www.youtube.com/watch?v=ks1M6-Qh1C8
তথ্যসূত্রঃ ম্যাশাবল