দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সিরিয়ার বিখ্যাত হ্যাকার দল Syrian Electronic Army (SEA) এবার জনপ্রিয় স্কাইপের ফেসবুক এবং টুইটার আইডি হ্যাক করার মাধ্যমে নতুন বছরকে স্বাগতম জানিয়েছে।
Syrian Electronic Army (SEA) পক্ষ থেকে জানানো হয়েছে তাঁরা স্কাইপ এর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এবং টুইটারে যে অফিশিয়াল আইডি রয়েছে তা হ্যাক করেছে, একই সাথে স্কাইপের হ্যাক হয়ে যাওয়া এসব আইডি থেকে Syrian Electronic Army (SEA) মাইক্রোসফট আউটলুক এবং হটমেইল ইমেইল সার্ভিস ব্যবহারের বিষয়ে হুঁশিয়ারি বার্তা জানিয়েছে।
Syrian Electronic Army (SEA) এর এটি প্রথম কোন হ্যাক নয় এর আগেই এরা বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ সাইট হ্যাক সহ নানান অনলাইন কেন্দ্রিক কাজ করে গেছে। এবার স্কাইপ এর ফেসবুক পেইজ, টুইটার একাউন্ট এবং ব্লগ সার্ভিস হ্যাক করে নিয়ে মোটামুটি বছরের শুরুতেই তাঁরা অনলাইন দুনিয়ায় নিজেদের অবস্থান জানান দিল।
এসইএ স্কাইপের এসব অফিশিয়াল আইডি হ্যাক করে সেখানে যা লিখেছেঃ
“মাইক্রোসফট ইমেইল ব্যবহার করবেন না,মাইক্রোসফট হটমেইল, আউটলুকের মাধ্যমে আপনার উপর নজরদারি করছে এবং একই সাথে আপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য বিভিন্ন দেশের সরকারের কাছে বিক্রয় করছে।”
এদিকে স্কাইপি বিষয়টি দ্রুত আছ করতে পেরে হ্যাক হয়ে যাওয়া আইডি সমূহ পুনঃউদ্ধার করে নেয়, এবং এক বিবৃতিতে জানায়, “আমাদের অফিশিয়াল ফেসবুক এবং টুইটার একাউন্ট হ্যাক হয়েছে তবে এখন তা সম্পূর্ণ রূপে আমাদের নিয়ন্ত্রণে, কোন ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য হ্যাক হয়নি।”
সূত্রঃ দি টেক জার্নাল