দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা অবরোধ-হরতাল চলছে। গতকাল গাজীপুরে পেট্রোল বোমায় আহত ব্যক্তি আজ মারা গেছে।
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের লাগাতার অবরোধ ও ৪৮ ঘণ্টার হরতালের আজ দ্বিতীয় দিন। গতকালও দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সহিংসতা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে নির্বাচন যেসব কেন্দ্রে অনুষ্ঠিত হবে সেসব স্থানে বিরোধী দলের নেতা-কর্মীরা আক্রমণ চালিয়েছে। প্রায় ১৫০টি স্কুলে আগুন দেয়া হয়েছে। যে কারণে ১৩৮টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
এদিকে গাজীপুরের কালিয়াকৈরে গতরাতে গরুবোঝাই ট্রাকে পেট্রোলবোমা হামলায় দগ্ধ নুরুজ্জামান (২৬) আজ রোববার ভোরে মারা গেছেন। তিনি গতকাল অগ্নিদগ্ধ হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। গতকাল রাত ৯টার দিকে কালিয়াকৈরে ওই পেট্রলবোমা হামলার ঘটনা ঘটে।