দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছবি আঁকা একটি অসাধারণ ভাব প্রকাশের মাধ্যম। তবে যদি ছবি আঁকার কাজে তুলির বদলে শিল্পী নিজের শরীরের বিভিন্ন অঙ্গ ব্যবহার করেন তবে বিষয়টি সত্যি অবাক হওয়ার মতই হয়।
Heather Hansen হচ্ছেন একজন শিল্পী যিনি আর দশজন শিল্পীর মত তুলির আঁচড়ে ছবি আঁকেন না। তিনি ছবি আঁকতে ব্যবহার করেন নিজের সারা শরীর! শরীরের বিভিন্ন অংশ বিভিন্ন ভঙ্গিতে ফ্লোরে থাকা বিশাল ক্যানভাসে ঘষে তৈরি করেন অসাধারণ সব চিত্রকর্ম।
Heather Hansen তার ছবি আঁকার কাজে শরীরের প্রত্যেকটি অঙ্গ কাজে লাগান। তার শরীরের এক একটি অংশ যেন এক এক মাপের তুলি হিসেবে কাজ করে যখন তিনি ছবি আঁকেন। ছবি আঁকতে তিনি তার হাত, পা, শরীর, মুখ, কব্জি সব কিছুই ব্যবহার করেন বিভিন্ন কোণে।
এটা ঠিক Heather Hansen কে মেঝেতে এভাবে হাত পা ছড়িয়ে ছিটিয়ে ছবি আঁকতে দেখলে প্রথমে যে কেউই ভাববেন বিষয়টি কি? কিন্তু ছবি আঁকা শেষে সবাই অবাক হয়ে Heather Hansen এর আঁকা ছবির দিয়ে চেয়ে থাকেন।
Heather Hansen অন্য সব শিল্পী থেকে আলাদা, তিনি তার মনের ভাব ফুটিয়ে আনতে ব্যবহার করেন শরীরের ভাষা। আর শরীরের ভাষায় ইলিবিলি কেটে তৈরি হয় ক্যানভাসে অসাধারণ কিছু শিল্পকর্মের।
Heather Hansen ছবি আঁকেন বিশাল গ্যালারীতে। তার ছবি আঁকা দেখতে ভিড় জমান অসংখ্য মানুষ। সবাই অপলক চেয়ে দেখেন কিভাবে খালি একটি ক্যানভাসে ভেসে উঠে অসাধারণ শিল্প!
সত্যি Heather Hansen প্রমান করেছেন মানুষের শরীরও একটি ভাব প্রকাশের মাধ্যম আর এই ভাব প্রকাশ করা যায় অকপটে বিশাল ক্যানভাসে।
Heather Hansen এর ওয়েব সাইটে আরও ছবি দেখতে এখানে ক্লিক করুন।
ভিডিও
সূত্রঃ Heather Hansen