দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা যারা কম্পিউটার ব্যবহার করি, সবাই কমবেশি “32-bit” ও “64-bit” শব্দ দুটির সাথে পরিচিত। কিন্তু এগুলোর কাজ আর প্রার্থক্য কি, কোনটি ভাল তা নিয়ে প্রশ্ন আছে। এই প্রশ্ন গুলোর উত্তর দিতে 32-bit ও 64-bit এর মধ্যে প্রার্থক্য আর বৈশিষ্ট্য নিয়ে আজকের আয়োজন।
কয়েক বছর ধরে আধুনিক কম্পিউটার গুলো 64-bit এর দিকে ধাবিত হচ্ছে। এমন কি এন্ট্রি লেভেলের কম্পিউটার গুলোও 64-bit এর শক্তিশালী প্রসেসর ব্যবহার করছে।
প্রসেসরে বিটের সংখ্যা দ্বারা মূলত একই সময়ে ধারণ করতে পারে এমন ডাটার প্রকৃতি এবং রেজিস্ট্রির সাইজ বোঝায়। 64-bit প্রসেসর মেমরি অ্যাড্রেস সহ ২৬৪টি গণনার মান ধারণ করতে পারে। তারমানে এটি 32-bit প্রসেসরের তুলনায় চার বিলিওন গুনেরও বেশি physical মেমরি ব্যবহার করতে পারে। মূল প্রার্থক্য হচ্ছে, 32-bit প্রসেসরের তুলনায় 64-bit প্রসেসর RAM কে অনেক বেশি কাজে লাগায়। অবশ্য যদি 64-bit প্রসেসরের পুর্ণ সুবিধা পেতে হয় তবে 64-bit অপারেটিং সিস্টেম লাগবে।
RAM 4 GB এর কম হলে 64-bit এর CPU তেমন একটা সুবিধা দিবে না। কিন্তু RAM এর বেশি হলে আপনার জন্য উপযুক্ত 64-bit এর CPU। যদিও অনেক ব্যবহারকারী 32-bit প্রসেসরে সন্তুষ্ট, কিন্তু বেশি মেমরি লাগে এমন অ্যাপ্লিকেশন গুলো যেমন ছবি, ভিডিও এডিট করার সফটওয়্যার এবং ভিডিও গেমস গুলো 64-bit প্রসেসরে আরো ভাল কাজ করে। কেননা RAM এর মেমরি সব অ্যাপ্লিকেশনে সঠিক পরিমাণে ভাগ হয়ে যায়।
64-bit প্রসেসরে 32-bit অপেরাটিং সিস্টেম আর সফটওয়ার ব্যবহার করা যায়। কিন্তু 32-bit প্রসেসরে 64-bit এর অপেরাটিং সিস্টেম আর সফটওয়ার কাজ করবে না। এন্টিভাইরাস আর ড্রাইভার গুলো এর ব্যতিক্রম। 64-bit এর সেট-আপে 64-bit এর এন্টিভাইরাস আর ড্রাইভার গুলোই ঠিক ভাবে কাজ করে।
64-bit প্রসেসরের ব্যবহার আর RAM এর আকার বাড়ার সাথে সাথে Microsoft আর Apple উভয়েই নিজেদের অপেরাটিং সিস্টেমের 64-bit এর উন্নত সংস্করণ বের করেছে।
অনেক প্রতিষ্ঠান তাদের অ্যাপ্লিকেশন গুলোর 64-bit সংস্করণ বের করেছে। বিশেষ করে যেসব প্রোগ্রাম তাৎক্ষনিক অনেক তথ্য সংরক্ষণ করে আর একই সময়ে অনেকগুলো বড় বড় ফাইল খোলে সেগুলোর জন্য 64-bit এর বিকল্প নেই।
64-bit এর সুবিধা ভিডিও গেইমেও পাওয়া যাবে। গ্রাফিক্স কার্ড খুব ভাল ভাবে কাজ করবে কেননা এটিকে আর কোনো প্রক্রিয়ায় মেমরি ভাগাভাগি করতে হবে না।
আধুনিক কম্পিউটার 64-bit এর ধারায় চলে এসেছে। ভাল আর উন্নত সার্ভিস পেতে কম্পিউটারের প্রসেসর আর অপেরাটিং সিস্টেম 32-bit এর পরিবর্তে 64-bit ব্যবহার করাই উত্তম।
সুত্রঃ digitaltrends