The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

তৈরি হল মহাকাশযানের মত দেখতে অসাধারণ বৃক্ষ ঘর!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ বিভিন্ন প্রয়োজনে মানুষ গাছের উপর ঘর বানিয়েছে। এগুলোকে বলা হয় বৃক্ষ ঘর। সম্প্রতি মহাকাশযানের আদলে তৈরি করা হয় গোল আকৃতির বৃক্ষ ঘর।


tree-tent-2

বৃটিশ ডিজাইন ফার্ম লুমিন-এয়ার তৈরি করেছে এই বিশেষ বৃক্ষ ঘরটি। ঘরটি তৈরি করতে বিজ্ঞানের বেশ কিছু বিভাগের বিশেষজ্ঞ দল ব্যবহার করা হয়েছে, এরা হচ্ছেন বেলুন এবং মহাকাশযান বিষয়ক গবেষক দল, শব্দের তিব্রতা নিয়ন্ত্রণে বিশেষ গবেষক দল এবং নির্মাণ প্রকৌশলী দল সহ আরো অনেককে। মোটকথা বিজ্ঞানের বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ দল দিয়ে এই বৃক্ষ ঘরকে তৈরি করা হয়েছে আধুনিক সুবিধার সমন্বয়ে অথচ প্রকৃতির সাথে মিলে রেখে।

Sheepskins_Red_Kite_Tree_Tent_amazing_space_wit

এটি দেখতে গোলাকার। এর কাঠাম তৈরি করা হয়েছে হাল্কা অ্যালুমিনিয়াম দ্বারা। তাই এটি বহন ও স্থাপন করা অতন্ত সহজ। হালকা কাঠাম আর বিভিন্ন সুবিধা সংযোজন করায় এটি খুবি আরামদায়ক। গোলাকার হওয়ায় ভার বণ্টন ভাল হয় আর বৃষ্টিতে পিছলে যাওয়া রোধ করে। একই সাথে এই ঘর বৃষ্টির দিনে তীব্র ঝর এবং বৃষ্টির পানি প্রতিরোধে বিশেষ কার্যকরী।

cocoon-tree-5.jpg.492x0_q85_crop-smart

হাতে তৈরি তুলার ফেব্রিক দ্বারা এটি আচ্ছাদিত থাকে। এই বৃক্ষ ঘরের ব্যাস ৩ মিটার যাতে দুই জন লোক অনায়াসে থাকতে পারে। জিনিসপত্র রাখার জন্য এতে ছোট ষ্টোর রুম রয়েছে। এতে রয়েছে রান্না করার ছোট চুলা, পানি গরম করার যন্ত্র, সোলার প্যানেল এবং মেঝের নিচে পানির ট্যাঙ্ক।

luminair-tree-tent-5.jpeg.492x0_q85_crop-smart

লুমিন-এয়ারের বৃক্ষ ঘরটি গাছে স্থাপন করা যায় অথবা রশি দিয়ে ঝুলিয়ে দেওয়া যায়।

luminair-tree-tent-6.jpeg.492x0_q85_crop-smart

এইধরনের বৃক্ষ ঘর ৬,৫০০ ডলার থেকে শুরু করে বিভিন্ন দামে পাওয়া যাচ্ছে। বিস্তারিত দেখুন এখানে।

এই অসাধারন বৃক্ষ ঘর, এতে থাকা মানুষদের পাখির অনুভূতি দিবে। একই সাথে মানুষের সাথে প্রকৃতির একটি অনিন্দ্য সেতু বন্ধন তৈরি করতে পারবে বলেই আশা করা যায়।

সূত্রঃ Treehugger

তুমি এটাও পছন্দ করতে পারো
bn_BDBengali