দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা কাঁচা আম দিয়ে আমাদের পছন্দের খাবার আচার বানিয়ে ঘরে রেখে খেতে পারি বছর ধরে।
আমের আচার বানানোর নিয়ম:
উপকরণ:
প্রণালী
# কাঁচা আমগুলো ভালো করে ধুয়ে ছিলে আটি ছাড়িয়ে ৪ টুকরা করে কাটুন। আমগুলো থেকে পানি ঝরিয়ে রাখুন।
# প্রথমে একটি বড় প্যানে সরিষা তেল দিয়ে শুকনা মরিচ ও আচার মসলা দিয়ে নাড়তে হবে।
# এরপর একে একে আদা বাটা, রসুন বাটা, হলুদ গুড়া ও লবণ দিয়ে নাড়তে হবে এবং মসলা কষিয়ে নিতে হবে।
# এখন আমের টুকরা দিয়ে চিনি ও ভিনেগার ঢেলে মসলার সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। চুলা স্বাভাবিক আঁচে রাখতে হবে। মাঝে মাঝে নাড়তে হবে।
# এভাবে ১০-১৫ মিনিট পার হলে আচারটি ঘন হয়ে এলে চুলার আঁচ কমিয়ে দিয়ে ঘন ঘন নাড়তে হবে যাতে লেগে না যায়।
# এভাবে সম্পূর্ণ আচারটি হতে ৩০-৩৫ মিনিট সময় লাগবে।
সংরক্ষণ: আচার ঠাণ্ডা হতে একটি বড় প্লেটে রাখতে হবে। পরে আচার কাচের বোয়ামে রেখে দিতে হবে এবং মাঝে মাঝে রোদে দিতে হবে। এভাবে আপনি বছর জুড়ে আচারের স্বাদ গ্রহণ করতে পারেন।
ছবি: udrajirannaghor এর সৌজন্যে
আমের আচার
কাঁচা আমের মিষ্টি আচার
- স্বাদ
অসাধারণ