দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ ২০১৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানানো হয়েছে।
২০১৪ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত: এখানে ক্লিক করে সরাসরি জেনে নিন আপনার ফলাফল অথবা মোবাইলে ফলাফল পাওয়ার বিস্তারিত নিয়মাবলি– https://thedhakatimes.com/2014/05/17/41770/get-ssc-result-2014/
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের কপি তুলে দেবেন। এরপর দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের বিস্তারিত তথ্য প্রদান করবেন।
শিক্ষা মন্ত্রণালয়ে সাংবাদিক সম্মেলনের পর নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে অথবা শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখতে পারবেন। তবে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে দেখতে না পারেন, রেজাল্টবিডি ওয়েবসাইট থাকেও দেখে নিতে পারেন আপনার কাঙ্খিত রেজাল্ট।
উল্লেখ্য, ৯ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হয়। এবার সারাদেশে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল ২ হাজার ৯৪২টি। এবার ১০টি শিক্ষা বোর্ডের অধীনে ১৪ লাখ ৩২ হাজার ৭২৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। সংখ্যার দিক থেকে গত বছরের তুলনায় ১ লাখ ২৯ হাজার ৫৫৪ জন পরীক্ষার্থীর সংখ্যা বেশি ছিল।