দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রোববার আইপিএল সপ্তম আসরের ফাইনালে কিংস ইলেভেন পাঞ্জাবকে ৩ উইকেটে হারিয়ে শিরোপা জেতার পর শাহ্রুখ খানের সাথে ড্রেসিং রুমের পার্টিতে সাকিবের পাশাপাশি শিরোপা জেতার উচ্ছ্বাস উদযাপন করছেন টাইগার সাকিব আল হাসানের স্ত্রী শিশিরও।
বলিউডের বাদশা শাহরুখ খানের আস্থা সাকিব আল হাসানে এই কথা নতুন নয়, শাহ্রুখ খান এর আগেও বিভিন্ন বার্তায় বলেছেন সাকিব অসাধারণ খেলে। তিনি চান ম্যাচ জয় শেষে সাকিবকে কাঁধে নিয়ে নাচতে।
এদিকে, শুধু শাহ্রুখ খানের প্রশংসাই নয় আইপিএল’র সপ্তম আসরে দ্বিতীয়বারের মতো শিরোপা জেতা কলকাতা নাইট রাইডার্সের সাকিব আর্থিক মূল্যমানের দিক থেকে সেরা দশের মধ্যে সেরা ৬ এ অবস্থান করছেন। রোববারের ফাইনালে চার ওভার বল করে সাকিব দিয়েছেন ২৬ রান। ব্যাট হাতে ৭ বল খেলে করেছেন ১২ রান। এখন পর্যন্ত আইপিএল এর যেকোনো আসরের ফাইনালে এটিই হচ্ছে কম খরুচে বোলিং রেকর্ড।
রোববার রাতেই আইপিএলের ওয়েবসাইটে আপডেট করা হয় সেরা ১০ খেলোয়াড়ের তালিকা, সেখানে দেশী-বিদেশী খেলোয়াড় কোটায় সাকিব আল হাসানের অবস্থান ৬তে। সাকিব আইপিএলে দামি খেলোয়াড় হওয়ার পথে পেয়েছেন ২৩৮.৫ পয়েন্ট। কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) পক্ষে এবারের আইপিএলে ব্যাট হাতে ১৩ ম্যাচে করেছেন ২২৭ রান, আর বল হাতে নিয়েছেন ১১ উইকেট।