The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

গ্রাম-বাংলার চিরাচরিত একটি দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। আজ বৃহস্পতিবার, ৫ জুন ২০১৪ খৃস্টাব্দ, ২২ জৈষ্ঠ্য ১৪২১ বঙ্গাব্দ, ৬ সাবান ১৪৩৫ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।

sunta-ki-pao

দৃশ্যটি একটি বাংলা চলচ্চিত্র ‘শুনতে কি পাও’ এর দৃশ্য। কিন্তু এটি বাংলাদেশের চিরাচরিত একটি দৃশ্য। বাস্তবতার সঙ্গে এর মিল রয়েছে যথেষ্ট।

বাংলাদেশের গ্রামের মানুষগুলো এখনও এমন একাট্টা। তারা মা-বোন কাজের সময় এমন একত্রিত হয়ে ওঠা-বসা করেন। হয়তো এমন দৃশ্য দেখতে হলে আপনাকে গ্রামে যেতে হবে। গ্রামের মহিলারা এখনও যে কােনো কাজ করেন এক সঙ্গে হাতে হাত মিলিয়ে। টিনের বা ছোনের ঘর-বাড়ি তাদের। রোদ-বৃষ্টিতে হয়তো তাদের প্রতিনিয়ত পুড়তে বা ভিজতে হয় কিন্তু তারপরও দেখবেন তাদের মধ্যে কতো আনন্দ- কত প্রশান্তি!

সকলকে আবার সকালের শুভেচ্ছা।

ছবি এর সৌজন্যে

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...