দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের ভিআইপি গ্যালারিতে সাকিবের স্ত্রীকে টিজ করে ব্যাপক মার খেয়েছে ছয়-সাত জন বখাটে। বিসিবি‘র কর্মকর্তারা এবং সাকিব নিজেও ওই সব বখাটেদের পিটিয়েছেন।
ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ যখন বৃষ্টিতে বন্ধ, বাইরে যখন ঝুম বৃষ্টি তখনই বখাটেরা ধোলাই খাচ্ছিলেন বিসিবির অফিসকক্ষে। গ্যালারি থেকে ধরে নিয়ে গিয়ে তাদের উত্তম মধ্যম দিয়েছেন বিসিবি‘র কর্মকর্তারা। আর স্ত্রীর অপমানে বসে থাকেন নি বিশ্বসেরা অলরাউন্ডারও।
মূলত শিশির গ্যালারীতে খেলা দেখতে বসলে সেখানে থাকা ৬,৭ জন যুবক শিশিরকে উদ্দেশ্য করে অশ্লীল সব অঙ্গভঙ্গি দেখাতে থাকে। প্রথমদিকে শিশির চুপ থাকলেও পরে বৃষ্টির সময় সাকিব তার খোঁজ নিতে এলে নালিশ করে দেন শিশির। এসময় সাকিব বিসিবির কর্মকর্তাদের ফোনে সম্পূর্ণ বিষয় জানালে কর্মকর্তারা গ্যালারীতে এসে ওই যুবকদের বোর্ড অফিসে নিয়ে যান। সেখানে তাদের বেদম মারপিট করা হয়। এক পর্যায়ে উত্তেজিত সাকিবও কিল-ঘুষি মারেন বলেনই নিশ্চিত করেছে একটি সংবাদ মাধ্যম।
উত্তম মাধ্যম দেয়া শেষে পরে অবশ্য বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন বিষয়টি মীমাংসা করে দেন। এই বিষয়ে তিনি বলেন, এখন আমরা ম্যাচ নিয়ে ব্যস্ত আছি, তবে এমন ঘটনা ঘটেছে এবং তার ব্যবস্থা নেয়া হবে ম্যাচ শেষে।
এদিকে বিসিবি অফিসে বখাটেদের মারধর করা প্রসঙ্গে জানতে চাইলে সুজন বলেন, ‘ও তেমন কিছু নয়। বিষয়টি সমাধান হয়েছে।’