দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বকাপ ফুটবলের আসরে আজ দ্বিতীয় বারের ম্যাচে মুখোমুখি ব্রাজিল-মেক্সিকো। উভয় দলই প্রথম ম্যাচে প্রতিপক্ষকে পরাজিত করে পূর্ণ পয়েণ্ট নিয়েছে। আজকের খেলার ফলাফল পক্ষে আসলে দ্বিতীয় রাউন্ডে খেলা নিশ্চিত হবে। আর তাই উভয় দলই মরিয়া। দেখা যাক কি হয়। পাবেন প্রতিটি গোলের আপডেট- খেলা দেখতে থাকুন সরাসরি দি ঢাকা টাইমস্ এ।
বিশ্বকাপের ব্রাজিল বনাম মেক্সিকোর খেলা ফ্রি সরাসরি দেখুন – DhakaTimes.com.bd/go/live
মোবাইলে দেখতে ডাউনলোড করুন ফ্রিতে
Android App – http://goo.gl/zB6BCf
iOS App – http://goo.gl/7iEsvV
Windows Phone – https://thedhakatimes.com/go/
NokiaX – http://store.nokia.com/
ব্রাজিল ‘এ’ গ্রুপ থেকে শেষ ষোলয় ওঠার লক্ষ্যে ফোরতালেজায় মেক্সিকোর মোকাবেলা করতে মাঠে নামছে। ব্রাজিল-মেক্সিকো দুটি দলই জানে, খেলাটিতে জিতলেই কেবল তাদের পক্ষে ২০১৪ বিশ্বকাপের দ্বিতীয় পর্বে ওঠা সম্ভব হবে।
মেক্সিকো এবং ব্রাজিল উভয়েই নিজেদের প্রথম খেলায় জয় পেয়েছে। ব্রাজিল গত বৃহস্পতিবার এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে। ব্রাজিল প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ৩-১ জয় পেয়ে পূর্ণ পয়েন্ট অর্জন করেছে। তবে সে খেলায় জাপানি রেফারির দেয়া একটি পেনাল্টি থেকে ব্রাজিলের পক্ষে যাওয়া গোল ও ক্রোয়েশিয়ার একটি গোল বাতিল নিয়ে বিতর্ক রয়েছে।
অপরদিকে মেক্সিকো গত শুক্রবার তাদের প্রথম ম্যাচে ক্যামেরুনের বিরুদ্ধে ১-০ গোলে জয়ী হয়। তবে সেখানেও ছিল বিতর্ক। রেফারি জিওভান্নি ডস সান্টোসের গোটা দুই গোল অফসাইডের অজুহাতে বাতিল করে দিয়ে বিতর্ক সৃষ্টি করেছেন।
# ব্রাজিল-মেক্সিকো বিশ্বকাপে পূর্বে মুখোমুখি হয়েছিল ১৯৫০ সালে। ওই আসরের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ব্রাজিল মেক্সিকোকে হারিয়েছিল ৪-০ গোলে।
# এই দল দু্’টি সর্বশেষ মুখোমুখি হয় গত বছর কনফেডারেশন্স কাপে। এই ভেন্যুতেই অনুষ্ঠিত হয় সেই খেলা। ওই লড়াইয়ে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়েছিল স্কোলারির দল ব্রাজিল।
# ব্রাজিলের মাটিতে মাত্র একবারই ব্রাজিলকে হারিয়েছিল মেক্সিকো। সেটি ঘটেছিল ১৯৬৮ সালের ৩১ অক্টোবর। অনুষ্ঠিত ওই প্রীতি ম্যাচে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়েছিল মধ্যআমেরিকার এই দেশটি।
# ব্রাজিলের তারকা স্ট্রাইকার নেইমার এ পর্যন্ত জাতীয় দলের হয়ে ৫০ ম্যাচ থেকে গোল করেছেন ৩৩টি। সর্বশেষ ৪ ম্যাচে তার গোল সংখ্যা ৬টি।
# বিশ্বকাপ ফুটবলে গ্রুপপর্বে ব্রাজিল গত ৩৪টি ম্যাচে হেরেছে মাত্র একটিতে। জয় এসেছে ২৭টি ম্যাচে আর ড্র হয়েছে ৬টি।
ব্রাজিল:
কোচ : লুইস ফিলিপ স্কলারি
অধিনায়ক : থিয়াগো সিলভা
সম্ভাব্য একাদশ
জুলিও সিজার, থিয়াগো সিলভা, মার্সেলো, হাল্ক, পাউলিনহো, দানি আলভেজ, ডেভিড লুইস, লুইস গুস্তাভো, অস্কার, নেইমার ও ফ্রেড।
মেক্সিকো:
অধিনায়ক : রাফায়েল মারকেস
কোচ : মিগেল হেরেরা
সম্ভাব্য একাদশ
হেসুস কোরোনা, পল অ্যাগিলার, ডিয়েগো রেইস, হেক্তর মোরেনো, রাফায়েল মারকেস, মিগেল লায়ান, কার্লোস মেদিনা, হেক্তর হেরেরা, কার্লোস পেনা, জিওভানি সান্তোস, ওরিবে পেরালতা।