দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিগত কয়েক ঘন্টা যাবৎ পৃথিবীর বিভিন্ন স্থানে ফেসবুক পুরো অচল হয় গেছে । ব্যবহারকারীরা অনেক চেষ্টা ফিকির করেও ফেসবুকে ঢুকতে পারছিলেন না।

বিশ্বজুড়ে সবাই একই সময়ে এই সমস্যার সম্মুখীন না হলেও কোনো কোনো ইউজারদের জন্য ফেসবুক ডাউন হয়ে গিয়েছিলো। বৃহস্পতিবার দুপুর দুইটা থেকে ফেসবুকে বাংলাদেশের কোন ব্যবহারকারী প্রবেশ করতে পারছিলেন না। ফেসবুকের ডেক্সটপের পাশাপাশি মোবাইল ভার্সনেও ব্যবহারকারীরা প্রবেশ করতে পারছিলেন না। এদিকে ফেসবুক সাইটে লগইন করা জাচ্ছিলোনা ফলে, ফেসবুকের সাথে সংশ্লিষ্ট অন্যান্য সেবা যেমন কমেন্ট প্ল্যাগিন, ফ্যানপেজ বক্স প্রভৃতিও সমস্যায় আক্রান্ত হয়ে পড়েছিলো।
প্রায় ৪০ মিনিট ফেসবুক ডাউন থাকার পর দুপুর ২ টা ৪০ মিনিট থেকে আবার ফেসবুক স্বরূপে ফিরে এসেছে, এখন ফেসবুক মোবাইল, ডেক্সটপ সহ সকল ক্লায়েন্ট থেকে ব্যবহার করা যাচ্ছে। তবে কেনও এমন সমস্যা দেখা দিয়েছে ফেসবুক তা ফেসবুক সূত্রে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এদিকে শুধু বাংলাদেশ নয় ফেসবুক এক যোগে সারা বিশ্ব ব্যাপি বন্ধ ছিলো এই ৪০ মিনিট। অর্থাৎ প্রায় ৪০ মিনিট যাবত ফেসবুক কেন্দ্রিক সকল যোগাযোগ স্থবির হয়ে গিয়েছিলো।