দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মোবাইল কোর্ট কর্তৃক, বিষাক্ত ফল ধ্বংস করার সময়ও দেখা যায় সুবিধা বঞ্চিত মানুষরা বিষাক্ত ফল কুড়িয়ে নিচ্ছে খাওয়ার জন্য। ঢাকা মেট্রো পলিটন পুলিশ এই সুবিধা বঞ্চিত মানুষদের ফল খাওয়াবে বলে জানিয়েছেন, তাদের ফেসবুক পেজে।
নানা তৎপরতা এবং ব্যবস্থা নিয়েও খাদ্যে ভেজাল এবং ফরমালিন মেশানো প্রতিরোধ করা দুঃসাধ্য হয়ে পড়েছে। মোবাইল কোর্ট নিয়মিত মাঠে থাকলেও, কার্যকরী ফলাফল পাওয়া যাচ্ছে না। বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত ছবি থেকে দেখা যায়, ক্ষতিকর কেমিক্যাল মিশ্রিত বিষাক্ত ফল গাড়ির চাকায় পিষ্ঠ করে ধ্বংস করা হচ্ছে। সমাজের সুবিধা বঞ্চিত মানুষেরা খাওয়ার জন্য এই বিষাক্ত ফল কুড়িয়ে নিয়ে যেতে দেখা যায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বিষাক্ত জেনেও তারা এই ফল কুড়িয়ে নিচ্ছেন। এই সুবিধা বঞ্চিত মানুষদের জন্য ঢাকা মেট্রো পলিটন পুলিশ নিতে যাচ্ছে বিশেষ ব্যবস্থা। ঢাকা মহানগর এলাকায় বসবাসরত এ সকল হত-দরিদ্র ও বস্তিবাসীদের ফল খাওয়াবে বলে জানানো হয়েছে, মেট্রো পলিটন পুলিশ এর ফেসবুক পেজ থেকে। তারা আরও আহ্বান জানিয়েছেন, ঢাকা মহানগরে বসবাসকারী যারা আগ্রহী, উৎসাহী তারা মেট্রো পলিটন পুলিশের সাথে এ উদ্যোগে অংশগ্রহণ করতে পারবেন।
বিস্তারিত যোগাযোগ:
ফোন :
০১৭১৩-৩৯৮৭৫৮, ০১৭১৩-৩৯৮৭৬০,
০১৭১১৬০৫১৪৫
ই-মেইল:
dmpmedia@dmp.gov.bd
dmpmediacell@gmail.com
তথ্যসূত্র: Dhaka Metropolitan Police