দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একে একে বিশ্বকাপের সব কয়টি খেলা শেষে এখন ফাইনালের অপেক্ষায় বিশ্ববাসী, ফুটবল বোদ্ধাদের অভিমত ফাইনালে যোগ্য দুই দল উঠে এসেছে। লড়াই হবে সেয়ানে সেয়ানে। তবে আর্জেন্টিনার ফরোয়ার্ড গঞ্জালো হিগুয়েন বলছেন অন্য কথা।
জার্মানি- আর্জেন্টিনা ফাইনালে দুই পক্ষই একে অপরকে নানান ভাবে কথার বাণে জর্জরিত করতে চাইছে। জার্মানি-আর্জেন্টিনা ম্যাচ অনেকটা এক পেশে হবে কিনা সেই বিষয়ে অনেকের নানান অভিমত রয়েছে। এবার আর্জেন্টাইন ফরোয়ার্ড গঞ্জালো হিগুয়েনও ছেড়েছেন হুংকার।
ফাইনালকে সামনে রেখে নাপোলির তারকা স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েন বলেন, জার্মানিরও উচিত হবে আর্জেন্টিনাকে ভয় পাওয়া। ফাইনাল নিয়ে জার্মানিও চিন্তায় আছে, যেহেতু প্রতিপক্ষ আর্জেন্টিনা।
সাবেক রিয়াল মাদ্রিদের হয়ে বার্নাব্যু কাঁপানো স্ট্রাইকার হিগুয়েন বলেন, আমরা ফাইনালে লড়বো এবং জিতবো। আমরা স্বপ্নের বিশ্বকাপ হাতে তুলবো। লাখো আর্জেন্টাইন আমাদের সঙ্গে আছেন। অনেকে খেলা দেখতেও মাঠে উপস্থিত থাকবেন। আমাদের হারানো এতো সোজা হবেনা। জার্মানি সংগঠিত দল হতে পারে, আমাদের রয়েছে বেশ কিছু প্রতিভা। এখন জার্মানির উচিত আমাদের নিয়ে ভাবা। কিভাবে ঠেকাবে তারা আমাদের মেসি, ডি-মারিয়া দ্বৈতকে? জার্মানিরও উচিত আর্জেন্টিনাকে ভয় পাওয়া।
ভক্তদের উদেশ্যে তিনি বলেন, গত ২৪ বছর ধরে আপনার বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্ন দেখছেন। আপনাদের সমর্থন আমাদের জন্য বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ। সবাই গ্যালারী থেকে আমাদের সমর্থন দিয়ে যাবেন। আশা করছি কেওই হতাশ হবেন না।
সূত্র- গোলডটকম