দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০১৪ বিশ্বকাপের সেরা খেলোয়াড় লিওনেল মেসি স্পেনের সেরা করদাতা হয়েছেন। ৫ কোটি ৩০ লাখ ইউরো কর দিয়ে স্পেনের সেরা করদাতা হন তিনি। ফলে তাকে স্পেনে দেয়া হচ্ছে বিশেষ করদাতা হিসেবেই সম্মান।
মেসি শুধু মাঠেই নয়, আইন মান্য করার ক্ষেত্রেও অনেক পোটু, স্পেনের বাঘা বাঘা ধনীদের পেছনে ফেলে সততার সাথে নিজের আয়ের উপর নির্ধারিত কর প্রদান করেছেন। এত মোটা অঙ্কের কর দেওয়াটা স্পেনের করদাতাদের ইতিহাসে প্রথম।
এদিকে, গত বছর মেসির বিরুদ্ধে অভিযোগ ছিলো তিনি নাকি স্পেনের কর ফাঁকি দিয়েছেন, সেই ইমেজ রাইটসের ২ কোটি ২৪ লাখ ইউরো ফাঁকি দেওয়ার অভিযোগে মামলাও হয়েছিল তার বিরুদ্ধে। বিশ্বকাপ শেষ হতে না হতেই আরো বেশি দায়িত্বশীলতার পরিচয় দিলেন মেসি। স্পেনে আয়কর দেওয়ার ব্যাপারে এখন সবার চেয়ে এগিয়ে এই আর্জেন্টাইন ফুটবল যাদুকর।
মেসির করের সাথে যুক্ত হয়েছে ইমেজ রাইটসের বকেয়া করও। কিন্তু বিশ্বকাপ শেষে মোটা অঙ্কের কর দিয়ে নতুন একটি রেকর্ড গড়লেন রেকর্ডের বরপুত্র।
সূত্র- soccerladuma