দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঈদে ছেলেদের শার্ট আলাদা একটি ভাব এবং অভিজাত ফ্যাশন হিসেবে বিবেচিত। আপনি এবারের ঈদে হয়ত শার্ট কিনবেন ঠিক করেছেন কিন্তু রাস্তায় ভিড়ভাট্টা ঠেলে শপিং করার ইচ্ছে নেই তাহলে চলে আসুন অনলাইনেই আজকের ডিলে। আপনার পছন্দের শার্ট এখন ঘরে বসেই কিনতে পারবেন! ফোন অর্ডার দিলেন, বাসায় শার্ট চলে এলো, দেখে ভালো লাগলো, ব্যস আপনি টাকা দিয়ে কিনে নিলেন। এক্ষেত্রে আপনাকে অগ্রিম কোন টাকা দিতে হবেনা।
নতুন করে “POPS” এর পরিচয় দেবার কিছু নেই। পুরুষদের ফ্যাশনের জগতে POPS এখন অতি জনপ্রিয় একটি নাম। রুচিশীল ও ব্যক্তিত্ববান পুরুষেরা বারবারই POPS এ ফিরে গেছেন নিজের পছন্দের খোরাক মেটাতে, নিজেকে সাজাতে যুগের ফ্যাশনে। চলুন জেনে নেয়া যাক POPS এর কিছু শার্ট এর ডিজাইন এবং মূল্য সম্পর্কে।
POPS এর ফুল-স্লিভ শার্ট ০০৪
POPS এর ফুল-স্লিভ শার্ট ০০৩
POPS এর ফুল-স্লিভ শার্ট ০০৭
দেশের শীর্ষস্থানীয় অভিজাত ফ্যাশন হাউজ Civvy Street উৎসব উপলক্ষে বরাবরের মতো নানান রকমের ডিজাইনের পোশাক এনেছে। নানান কালেকশনের কিন্তু মান ও ডিজাইনের নতুনত্বের জন্য Civvy Street ক্রেতারা বরাবরই ঈদের কেনাকাটায় Civvy Street কে রাখেন প্রথম তালিকায়।
Civvy Street শার্ট-15051-5
এই স্টাইলিশ শার্টটির দাম ১২৮০ টাকা, দুর্দান্ত লুকের এই শার্ট যে কাউকে ভালো মানাবে কারণ এর সাদা রঙ এর সাথে কালো কলার কার্ভ।
অর্ডার দিতে পারেন এখানে ক্লিক করে।
Civvy Street ক্যাজুয়াল শার্ট-15052A
Civvy Street ক্যাজুয়াল শার্ট-15051C
কালোর মাঝে এই শার্ট সবার জন্য আলাদা ভাব গম্ভিরতা নিয়ে আসতে পারে। কালো ব্যক্তিত্তের বিকাশ ঘটায়।
শার্টটির দাম ধরা হয়েছে ১২৮০ টাকা। অর্ডার দিতে পারেন এখানে ক্লিক করে।
আপনি আরো সুন্দর সুন্দর শার্ট পছন্দ করতে পারেন এখান থেকে।