দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একটি শিশু শুয়ে আছে আর তার চারপাশে সাপ পাহারা দিচ্ছে! যদি এমন দৃশ্য দেখেন তাহলে সেটি সিনেমার দৃশ্য বলেই মনে হতে পারে। কিন্তু এই দৃশ্যটি কোনো সিনেমার দৃশ্য নয়। এমন একটি খবর দিয়েছে মেইল অনলাইন।
গত মঙ্গলবার মেইল অনলাইন খবরে বলা হয়, ‘খাটের ওপর শুয়ে আছে কয়েক মাস বয়সের একটি ছোট্ট শিশু। আর ৪টি বিষধর খোগরা সাপ তাকে পাহারা দিচ্ছে’। ইউটিউবের ভিড়িওতে দেখা যাচ্ছে, শিশুটি ৪টির একটি সাপকে ধরছে, সাপের গায়ে পা পর্যন্ত তুলে দিচ্ছে। যার কামড়ে প্রাণ হারানো কথা কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, সেই সাপ শিশুটিকে কামড়াচ্ছে না।
যদিও এমন দৃশ্য দেখে কেও বিশ্বাস করতে চাইছেন না। অনেকেই মন্তব্য করেছেন যে, বিষধর ওই সাপগুলোর মুখ নিশ্চয়ই সেলাই করা ছিল, না হলে কামড়াবে না কেনো?
গত বছরের অক্টোবরে ইউটিউবের এই ভিডিওটি কোথাকার তা কেও নিশ্চিত নয়। তবে গোখরা সাপ সচরাচর ভারত এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন অংশে সাধারণত দেখা যায়।
সেই ভিভিওটি দেখুন
http://www.youtube.com/watch?v=WnXFQXR6Pks