দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বার বার সাংবাদিকদের বিরুদ্ধে নানা কথা বলছেন আর ক্ষমাও চাইছেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী। বাঁশে সাংবাদিকদের খাড়া করে দিতে পারেন- এবার এমন কথা বললেন সমাজকল্যাণমন্ত্রী।
মৌলভীবাজারে জন্মাষ্টমীর অনুষ্ঠানে গিয়েও আবারও সাংবাদিকদের নিয়ে সমালোচনা করলেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী। ১০ আগস্ট সিলেটে সাংবাদিকদের নিয়ে মন্ত্রীর নিন্দনীয় কথাবার্তা এবং হবিগঞ্জের নবীগঞ্জের ঘটনা নিয়ে সাংবাদিকদের সংবাদ লেখার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘যারা আমার … (ছাপার অযোগ্য) বাঁশ ঢুকাতে চায়, আমি চাইলে যেকোনো বাঁশে তাদের খাড়া করে দিতে পারি- কিন্তু আমি তা করবো না।’
মৌলভীবাজার শহরের নতুন কালীবাড়ি প্রাঙ্গণে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় গতকাল রবিবার বেলা ৩টার দিকে মন্ত্রী এসব কথা বলেন। ওই অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন।
মন্ত্রীদের কার্যকলাপ নিয়ে পত্র-পত্রিকায় লেখার বিষয়েও সাংবাদিকদের সতর্ক করেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী। সেই সঙ্গে তিনি দেশ ও জাতির উন্নতি নিয়ে লেখার আহ্বান জানান।
‘২ হাজার কোটি টাকা লুটপাট হয়ে গেল অথচ অর্থমন্ত্রী কিছু বলেন না’ এ শিরোনামে সাংবাদিকদের সংবাদ ছাপার সমালোচনা করে সমাজকল্যাণমন্ত্রী আরও বলেন, ‘বিভিন্ন সময় অর্থমন্ত্রীর অনেক বক্তব্যকে সাংবাদিকরা অতিরঞ্জিত করে পত্র-পত্রিকায় লিখে অর্থমন্ত্রীকে ইনসাল্ট করেছেন। আমি তাই এ বিষয়ে সাংবাদিকদের সতর্ক করে দিচ্ছি।’ সিলেটের প্রসঙ্গ এনে তিনি আরও বলেন, ‘সব সাংবাদিক মানদণ্ডে সমান নয়, অনেকেই পত্রিকার লাইসেন্স পেয়েছেন কিন্তু লেখার যে শক্তি প্রয়োজন- সেটা তাদের নেই।’