দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতীয় চ্যানেল সম্প্রচারে অনুমতির সকল তথ্য চেয়েছে হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে।
একটি রিট আবেদনের প্রেক্ষিতে প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট গতকাল বৃহস্পতিবার বাংলাদেশে বিভিন্ন ভারতীয় টেলিভিশন চ্যানেলের সম্প্রচারের অনুমতি এবং ফি প্রদানের বিষয়ে প্রতিবেদন দিতে বলেছে হাইকোর্ট।
এ বিষয়ে রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি শেখ হাসান আরিফ এবং বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেয়। আদালত এক মৌখিক আদেশে, আগামী মঙ্গলবারের মধ্যে রিটকারী এবং কেবল টিভি নেটওয়ার্ককে এই প্রতিবেদন দিতে বলেছে।
রিটকারীর পক্ষে মামলা পরিচালনা করছেন আইনজীবি মো. এখলাস উদ্দিন ভূঁইয়া এবং কেবল টিভি নেটওয়ার্কের পক্ষে আইনজীবি আব্দুল মতিন খসরু।
রিটকারীর আইনজীবি এখলাস উদ্দিন ভূঁইয়া পরে বলেন, “আদালতে নেটওয়ার্কের লোকজন বলেছে যে, তারা অনুমতি নিয়ে সম্প্রচার চালাচ্ছেন। ব্যাংকে এজন্য ফি জমা দেয়।
“আদালত এই বিষয়ে উভয়পক্ষকেই দুটি হলফনামা দিতে বলেছে। আবার সম্প্রচারের অনুমতি আছে কি-না, থাকলে কার কার আছে? বাংলাদেশ ব্যাংকে টাকা জমা দিয়েছে কি-না; এসব বিষয়েও হলফনামায় জানাতে বলা হয়েছে।”
উল্লেখ্য, বাংলাদেশে ভারতীয় চ্যানেলের সম্প্রচার বন্ধে হস্তক্ষেপ চেয়ে হাইকোর্টে গত ৭ অাগস্ট এই রিটটি করা হয়।
বাংলাদেশে ভারতীয় চ্যানেলের সম্প্রাচার বন্ধের নির্দেশ কেন দেয়া হবে না- তা জানতে রুল চাওয়া হয় ওই রিটে।
রুলের পাশাপাশি বাদী বাংলাদেশে স্টার জলসা, জি বাংলা এবং স্টার প্লাস এর সম্প্রচার ৭ দিনের মধ্যে বন্ধেরও নির্দেশনা চেয়েছেন।
ইতিপূর্বে বাংলাদেশে সব ধরনের ভারতীয় টিভি চ্যানেল দেখানো বন্ধ করতে সরকারকে উকিল নোটিস দিয়েছিলেন বাদীর আইনজীবী।